ঘোড়াঘাট (বজ্রকথা) প্রতিনিধি।-দিনাজপুরের ঘোড়াঘাটে দুইদিন ব্যাপী ৪র্থ তম বীর বাহা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংগ্রহণ করে।
খেলা আনন্দ উপভোগ করতে মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিত লক্ষ্য করা গেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের সালদহা মানজী পরিষদের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এজেড এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে সালদহা পুজা উদযাপন কমিটির সভাপতি দীনেশ বাস্কের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো.রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো.সামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন,জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, সদস্য সাইফুল ইসলাম সোহেল চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া,সিনিয়র সহ-সভাপতি মো.মাহবুবুর রহমান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু প্রমুখ। এসময় উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খেলা শেষে চ্যাম্পিয়ন দল সাগর একাদশ এবং রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Leave a Reply