বজ্রকথা প্রতিবেদক।- “সাহিত্যের উৎকর্ষ সাধন ও সভ্যতার উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত ১৯ এপ্রিল/২৫ খ্রি: শনিবার দিনাজপুর জেলার ঘোড়াঘাট সাহিত্য পরিষদের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কবি ও লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এদিন এখানকার আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ বিদ্যানিকেতন হলে অনুষ্ঠিত সম্মেলনে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া ও জয়পুরহাট জেলার বিশিষ্ঠ লেখক, কবি,সাহিত্যিক, শিক্ষক, গবেষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিন আনুষ্ঠানিক ভাবে ১টি সংকলন ,১টি ধর্ম বিষয়ক গ্রন্থ ও ২টি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এর মধ্যে রয়েছে,ঘোড়াঘাট সাহিত্য পরিষদের প্রকাশনা, “সাহিত্যপত্র-৭”। সংকলনটি সম্পাদনা করেছেন,সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রাণা। এদিন কবি ইমদাদুল হক খান রচিত“বিধ্বস্ত সখিনা” এ কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়েছে। এছাড়াও ধর্মীয় চেতনায় সমৃদ্ধ লেখক প্রভাষক মোঃ আব্দুল লতিফ রচিত “আল্লাহর আদেশ- নিষেধ” ও উদীয়মান কবি ফাহমিদুর রহমান রচিত “মন্ত্রমুগ্ধ চোখ এবং আত্মহত্যা” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন পর্বে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের সভাপতি কবি রেবেকা মতিন চৌধুরী, প্রধান অতিথি মোঃ জাকির আহমেদ, প্রধান আলোচক সুলতান আহমেদ সোনা, কবি হাবিবুর রহমান, আদর্শ বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রুহুল আমিন ও লেখকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি মাসুদ রাণা।
Leave a Reply