সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

জুলাই-আগস্টে শহীদদের স্মরণে গাইবান্ধায় বিএনপির উদ্যোগে মৌন মিছিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১২১ বার পঠিত

গাইবান্ধা থেকে বজ্রকথা প্রতিনিধি।- জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের আশু সুস্থতা কামনায় গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দো’আ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টায় জেলা বিএনপির উদ্যোগে দো’আ মাহফিল ও একটি বিশাল মৌন মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে দলীয় কার্যালয়ে এক আবেগঘন পরিবেশে দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে  দো’আ মোনাজাত পরিচালনা করেন জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মোস্তাক আহমেদ। পরে দলীয় কার্যালয় থেকে একটি বিশাল মৌন মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেয়।
এছাড়াও দিনটি উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের জন্য বিশেষ দো’আ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com