রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হয়েছেন সায়মা ওয়াজেদ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৯১ বার পঠিত

বজ্রকথা ডেক্স।-  বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা, অটিজম ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল।

১ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ডব্লিউএইচওর আঞ্চলিক সম্মেলনে তাঁকে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত  নির্বাচিত করা হয়।তিনি ৮-২ ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন।

আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন সায়মা ওয়াজেদ পুতুল।

আগামী বছর  ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি সায়মা ওয়াজেদ তাঁর দায়িত্ব গ্রহণ করবেন। সায়মা ওয়াজেদ দায়িত্ব গ্রহণ করলে তিনিই হবেন এ পদে প্রথম বাংলাদেশি।

আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত করায় সায়মা ওয়াজেদ ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্যরাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য সায়মা ওয়াজেদ ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অটিজম বিশেষজ্ঞ সায়মা এর আগেও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় অটিজম বিশেষজ্ঞ এবং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com