ঘোড়াঘাট( দিনাজপুর) বজ্রকথা প্রতিনিধি।-দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঢাকায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এমপিও ভুক্তি স্কুল, কলেজ,এতেদায়ি মাদ্রাসা, কারিগরী কলেজ,কর্মবিরতি পালন করেছে।
বাড়িভাড়া ভাতা বৃদ্ধি ও শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সারাদেশের মতো ঘোড়াঘাট উপজেলায়ও কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা বিভিন প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে স্কুল প্রাঙ্গণে অবস্থান নিয়ে কর্মবিরতি করেন। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, তাদের ন্যায্য দাবি দ্রæত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে। “আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে,”বলেন শিক্ষকরা। শিক্ষার্থীরাও শিক্ষকদের আন্দোলনে সংহতি প্রকাশ করে বলেন, “গতকাল ঢাকায় আমাদের প্রিয় শিক্ষকদের ওপর পুলিশের নির্যাতনের তীব্র নিন্দা জানাই। আমরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের কাছে আহ্বান জানাচ্ছি, শিক্ষকদের দাবি দ্রæত পূরণ করে আমাদের ক্লাসে ফেরার ব্যবস্থা কনন।”
Leave a Reply