রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন

তালেবানের হাতে আফগানিস্তানের উত্তর সীমান্তের নিয়ন্ত্রণ রাশিয়ার উদ্বেগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২৬৬ বার পঠিত

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগো বলেছেন, তালেবানের হাতে আফগানিস্তানের উত্তর সীমান্তের নিয়ন্ত্রণ চলে যাওয়ায় তার দেশের নিরাপত্তা উদ্বেগ তীব্রতর হয়েছে। বৃহস্পতিবার রাজধানী মস্কোয় এক বক্তব্যে তিনি রাশিয়ার এ উদ্বেগের কথা জানান বলে রুশ বার্তা সংস্থা তাস খবর দিয়েছে।
কুন্দুজের মতো আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোর নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার প্রতি ইঙ্গিত করে শুইগো বলেন, “আমাদের উদ্বেগ তাজিকিস্তান ও উজবেকিস্তানের সঙ্গে আফগানিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ নিয়ে যা তালেবানের দখলে চলে গেছে।”রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, তালেবান অবশ্য এই প্রতিশ্রæতি দিয়েছে যে, তারা সীমান্ত অতিক্রমের চেষ্টা করবে না।
রুশ প্রতিরক্ষামন্ত্রীর এ বক্তব্যের আগে উজবেকিস্তান ও তাজিকিস্তানের সেনাবাহিনীকে নিয়ে আফগান সীমান্তের ২০ কিলোমিটারের মধ্যে যৌথ সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া।
রুশ পত্রিকা মস্কো টুডে এক প্রতিবেদনে লিখেছে, এই মহড়ায় সিরিয়া যুদ্ধে রাশিয়া যে কৌশল অবলম্বন করেছে তা প্রয়োগ করা হয়েছে। এতে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি আক্রমণাত্মক সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে।- পার্সটুডে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com