নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: দিনাজপুরে পল্লীশ্রীর ক্রিয়েটিং স্পেসেস্ প্রকল্পের আয়োজনে দম্পতিদের অংশগ্রহণে নারী ও কন্যা শিশুদের অধিকার ও অধিকার গুলির সমর্থনের দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ বুধবার শহরের ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তনে উক্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও সেশন পরিচালনা করেন জেলা জজকোর্টের আইনজীবী খুরশিদা পারভীন জলি। দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনীতে সেশন পরিচালনা করবেন শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম। আলোচনায় রিসোর্স পার্সন আইন বিষয়ে পারিবারিক যেকোনো দ্বন্দের অবসান বিনামূল্যে সালিস করার আশ^াস দেন। এছাড়াও নারী নির্যাতন ও বাল্যবিবাহের কোন ঘটনা ঘটলে বা নারী অধিকার বিষয়ে কোন সমস্যা দেখা দিলে সবার্ত্বক সহায়তা করা হবে সেশনে দম্পতি জানান তিনি। দুই দিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালাটি সার্বিক পরিচালনা করেন প্রল্লীশ্রীর প্রকল্প সমন্বয়কারী রওনক আরা হক। দিনাজপুর সদর উপজেলার ৪টি ইউনিয়নের ২৪ জন দম্পতি অংশগ্রহন করে। নারী অধিকার, মানবাধিকার সামাজিকীকরন প্রক্রিয়া, জেন্ডার ও জেন্ডার ভুমিকা, মজুরী বিহীন গৃহস্থলী কাজ, শ্রমবিভাজন, নারীর প্রতি সহিংসতা ও সংশ্লিষ্ট আইন সমূহ প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা করা হয়।
Leave a Reply