মোঃ নুর ইসলাম ।- আগামী ১ জুন’২০২৪ এক যোগে সারাদেশে উদযাপিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এই উপলক্ষ্যে দিনাজপুর পৌরসভার উদ্যোগে ২৮ মে’২০২৪ মঙ্গলবার বিকেল ৩ টায় দিনাজপুর পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভায় দিনাজপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল এর সভাপতিত্বে অংশগ্রহণ করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি দিনাজপুরের উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দার, দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ কাওসার আহমেদ, এফপিএবি’র সহকারি জেলা কর্মকর্তা মোঃ কামারুজ্জামান, সদর উপজেলা পরিবাবার পরিকল্পনা সহকারি কর্মকর্তা ফারজানা রাব্বী, জেলা তথ্য অফিসারের প্রতিনিধি মোঃ রুস্তম আলী সরকার, দিনাজপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের ইপিআই সুপারভাইজার মোমরেজ সুলতানা, ইপিআই ভ্যাকসিনেটর কোহিনুর বেগম, টিকাদানকারী মাবরুকা খানম সিম্মু, সুলতানা খানম, মাকসুদা রহমান, আফরোজা খাতুন, নার্গিস আক্তার, নিরালা শারমিন, কোহিনুর বেগম কেয়া, প্যারামেডিক উমা ভট্টাচার্য্য, স্বাস্থ্য শাখার মোঃ জাহেদুল হক, বুলবুলি রানী দে, শাহনাজ বেগম, এফসি শাহনাজ, শারমিন আক্তার, নার্গিস পারভীন প্রমুখ।
উল্লেখ্য যে, আগামী ১ জুন’২০২৪ দিনাজপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ২৯১৫ জন ৬-১১ মাস শিশুরদের নীল ক্যাপসুল, ১২-৫৯ মাস ১৯৫৭৬ জনের মাঝে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। দিনাজপুর পৌরসভার মোট ১২ টি ওয়ার্ডে ১২৮ টি কেন্দ্রে সকাল থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত এবং রাত্রিকালীন ৮ টি ওয়ার্ডের আটটি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। রাত্রিকালীন বিকেল ৪ টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত কেন্দ্রর মধ্যে ১ নং ওয়ার্ড লালবাগ ক্লাব, ৩ নং ওয়ার্ড দিনাজপুর পৌরসভা, ৪ নং ওয়ার্ড মির্জাপুর বাস টার্মিনাল, ৬ নং ওয়ার্ড মসজিদের সামনে, ৮ নং ওয়ার্ড সদর হাসপাতাল ৯ নং ওয়ার্ড ফুলবাড়ি বাস স্ট্যান্ড ১১ নং ওয়ার্ড দিনাজপুর রেলওয়ে স্টেশন এবং ১২ নং ওয়ার্ড রামকৃষ্ণ আশ্রম কসবা দিনাজপুর।
Leave a Reply