শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

দিনাজপুরে দম্পতিদের নিয়ে পল্লীশ্রীর প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরে পল্লীশ্রীর দুই দিনব্যাপী নারী ও কন্যা শিশুদের অধিকারগুলির সমর্থনে দক্ষতা উন্নয়ন বিষয়ক দম্পতিদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে ।

৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার শহরের ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তনে পল্লীশ্রীর ক্রিয়েটিং স্পেসেস্ প্রকল্পের আয়োজনে দুই দিনব্যাপী নারী ও কন্যা শিশুদের অধিকার ও অধিকার গুলির সমর্থনে দক্ষতা উন্নয়ন বিষয়ক দম্পতিদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে দিনাজপুর জজ কোটের আইনজীবী খুরশিদ জাহান জলির সেশন পরিচালনায় নারী অধিকার, মানবাধিকার সামজিকিকরণ প্রক্রিয়া, জেন্ডার ও জেন্ডার ভুমিকা, মজুরী বিহীন গৃহস্থলী কাজ, শ্রমবিভাজন, নারীর প্রতি সহিংসতা ও সংশ্লিষ্ট আইন সমূহ প্রশিক্ষণে আলোচনা হয়।

প্রশিক্ষণে আলোচকগণ বলেন, নারী নির্যাতন ও বাল্যবিবাহের কোন ঘটনা ঘটলে বা নারী অধিকার বিষয়ে কোন সমস্যা দেখা দিলে আইনি সর্বাত্বক সহায়তার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন পল্লীশ্রীর প্রকল্প সমন্বয়কারী রওনক আরা হক। দুইদিন ব্যপি এই প্রশিক্ষনটি সার্বিক পরিচালনা করেন প্রজেক্ট কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম সুজন।

৮ ও ৯ সেপ্টেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠানটির সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন পল্লীশ্রীর ক্রিয়েটিং স্পেসেস্ প্রকল্পের প্রজেক্ট কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম সুজন। উক্ত প্রশিক্ষণে সদর উপজেলার ৪টি ইউনিয়নের ২০ জন দম্পতি অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com