বুধবার, ২১ মে ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন

দিনাজপুরে বিশ্ব ফিজিওথেরাপি দিবস-২০২২ উদযাপন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১০ বার পঠিত

মোঃ নুর ইসলাম ।-গত ৮ সেপ্টেম্বর’২০২২ বৃহস্পতিবার অস্টিওআর্থ্রাইটিস প্রতিকার ও প্রতিরোধ উভয় ক্ষেত্রে ফিজিওথেরাপি সমান কার্যকরী এই প্রতিপাদকে সামনে রেখে ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস-২০২২’ উদযাপন উপলক্ষে কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর এবং জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি গুলোর মধ্যে সকাল সাড়ে ৮টায় জিয়া হার্ট ফাউন্ডেশন কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। র‌্যালী শেষ কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল এর কার্যালয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত আগ্রহী রোগীদের ফ্রি ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করা হয়।

এ সকল কার্যক্রমে জিয়া হার্ট ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক এ কে এম আজাদ এর সভাপতিত্বে অংশগ্রহণ করেন যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের আবু, কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবির, হাসপাতাল পরিচালক ডাক্তার সুধা রঞ্জন রায়, প্রতিষ্ঠানের সিইও গোলাম রসুল রকেট, হাসপাতাল প্রশাসনিক কর্মকর্তা মোঃ সামসের আলী, ফিজিওথেরাপিস্ট রুমানা শাইরিন, পাবলিক রিলেশন কো-অর্ডিনেটর সৈয়দ শফিকুর রহমান পিন্টু, ফিজিওথেরাপিস্ট টেকনিশিয়ান মোঃ বেলাল হোসেন, হাসপাতাল সার্ভিস ম্যানেজার নূর আলম হক সহ জিয়া হাট ফাউন্ডেশন এর অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com