বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫:০৮ অপরাহ্ন

দিনাজপুর পুলিশ লাইনস প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৫৪ বার পঠিত

এল এইচ আকাশ।- দিনাজপুর পুলিশ লাইনস সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নবনির্মিত শহীদ মিনার মহান আন্তর্জাতিক ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে।  রোববার ২১ ফেব্রুয়ারি ২০২১ সকাল ৯টায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিনাজপুর পুলিশ লাইনস সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নবনির্মিত শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদনের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুভ উদ্বোধন করেন জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার শচীন চাকমা নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন, ডিবি পুলিশের ওসি ইমাম জাফর এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এম নুর আলম সিদ্দিকীসহ শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীরা শ্রদ্ধাঞ্জলী নিবেদনে অংশ নেন। পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেনের উদ্যোগে দীর্ঘদিন পর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনার নির্মিত হলে খুদে শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দিনাজপুর পুলিশ লাইনস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম নুর এ আলম সিদ্দিকী বলেন, কমলমতি শিক্ষার্থীদের ভাষা সৈনিকদের অবদান এবং ইতিহাস জানাতে অনুপ্রেরণা যোগাবে। যে ভাষায় আজ আমরা কথা বলছি সেটা ছিল একুশের ভাষা সৈনিকদের অবদান। এসময় পুলিশ লাইনস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, সহকারী শিক্ষক মশিহুর রহমান, পুলিশ লাইনস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেহেনা বেগম, মাজেদা খাতুন, ফাত্তেমা শাহানা, রুখসানা পারভীন, আখতারা বানু, শাহিনা আখতার বানু, সুরভী রহমান, মাহবুবা খাতুন, নুসরাত জাহান, মাহমুদা পারভীন, সুলতানা আফরীন, জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com