সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

ধরা খেয়েছে সেলিম জাপানী

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২ বার পঠিত

ফলোআপঃডিজিটাল গ্রুপ সমাচার
ধরা খেয়েছে সেলিম জাপানী

সুলতান আহমেদ সোনা বজ্রকথা প্রতিবেদক।– পীরগঞ্জের হায় হায় কোম্পানী “ডিজিটাল গ্রুপ” এর মালিক সেলিম জাপানীকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সেলিম পীরগঞ্জ থানায় রয়েছেন।

সকলের অবগতির জন্য জানাচ্ছি,  সেলিম আহমেদ  ২০২০ সালের দিকে করোনাকালীন সময়ে, রংপুরের পীরগঞ্জ পৌর এলাকার প্রজাপাড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস  করতেন।  এর পর  বাংলাদেশ আওয়াওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলার কিছু প্রভাবশালী নেতা ও ব্যক্তির সাথে সখ্যতা গড়ে, আওয়ামী নেতা অধ্যাপক সাইফুল নেওয়াজ সাকিল মিয়ার বাসা ভাড়া নিয়ে  “ডিজিটাল গ্রুপ” নামে অফিস খুলে বসেন। সেই সময় “ডিজিটাল গ্রুপ” এর মালিক সেলিম আহমেদ ৩৭ হাজার কোটি টাকা বিনিয়োগের গল্প চাউড় করে অর্ধশত কর্মীকে যুক্ত করেন।

অফিস খোলা থেকে এ পর্যন্ত  ৭টি অঙ্গ প্রতিষ্ঠান খুলে বসেছিলেন সেলিম আহমেদ।

প্রতিষ্ঠান এগুলো হচ্ছে ১।মেসার্স অনলাইন আউটসোর্সিং এন্ড বিজনেস কর্পোরেশন   ২। মেসার্স  ডিজিটাল খাদ্য প্যাকেজিং কর্পোরেশন  ৩।মেসার্স  বিদেশি বিনিয়োগ এবং ব্যবসা উন্নয়ন কর্পোরেশন  ৪।মেসার্স  ডিজিটাল ইমপোর্ট বিজনেস কর্পোরেশন ৫।মেসার্স  এক্সপোর্ট কর্পোরেশন  ৬।মেসার্স  গ্রীণ ভিশন ট্রাভেল ভিসা কনসালটেন্ট ৭। মেসার্স গ্রীণ ভিশন ওভারসীজ রিক্রুটমেন্ট সেন্টার; কিন্তু অফিসগুলো ছিল সাইনবোর্ড সর্বস্ব! এই সব অফিস দেখিয়ে তিনি  প্রতারণার ফাঁদ পেতে বসেছিলেন। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। মামলাও হয়েছে।সেলিম জাপানী বিদেশে লোকজনদের চাকুরী দেয়ার নাম করে মোটা অর্থ হাতিয়ে নিলেও কাউকেই বিদেশে পাঠাতে পারেননি।৫ আগষ্ট লীগ সরকারের পতন হলে সেলিম জাপানী গা ঢাকা দেন। তার বিরুদ্ধে অভিযোগ ও  অপকর্মের রিপোর্ট প্রকাশিত হলে পুলিশ প্রযুক্তিগত তথ্যের সহায়তায় ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করেন।  (চলবে)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com