রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

নতুনধারার ৪ দফায় ‘ত্রাণ উপহার’ প্রদান সম্পন্ন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৪৩৫ বার পঠিত

ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকার বন্যার্তদেও মাঝে নতুনধারা বাংলাদেশ এনডিবির ৪ দফায় ‘ত্রাণ উপহার’ প্রদান সম্পন্ন হয়েছে। ২৬ আগস্ট শুরু হওয়া কর্মসূচি ৩০ আগস্ট সকাল ১০ টা থেকে দিনব্যাপী দাগনভূঞার সিলোনিয়া, রাজাপুরসহ বিভিন্ন  এলাকায় মোমিন মেহেদীর নেতৃত্বে নতুনধারার নেতৃবৃন্দ খাবার  ও কাপড় বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন  শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, সদস্য আল আমিন বৈরাগী প্রমুখ। নতুনধারার নেতৃবৃন্দ জানান, সর্বসম্মতিক্রমে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে তহবিল গঠন করা হয়। উক্ত সভায় সিদ্ধান্ত গৃহিত হয়- প্রথম দফায় নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাশেদা বেগমের তত্বাবধানে ফেনীর দূর্গম এলাকায়, দ্বিতীয় দফায় সিনিয়র ভাইস চেয়ারম্যানতত্ত্বাবধানে কুমিল্লার চৌদ্দগ্রামসহ বিভিন্ন এলাকায় এবং তৃতীয় দফায় ভাইস চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী ও চতুর্থদফায় মোমিন মেহেদীর নেতৃত্বে লক্ষ্মীপুরসহ বিভিন্ন দূর্গম এলাকায় এই ত্রাণ প্রদান করা হবে। এসময় নেতৃবৃন্দ বলেন,  সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানার দক্ষ নেতৃত্বে নতুনধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে বন্যার শুরু থেকেই ফেনীতে উদ্ধার অভিযানে অংশ নেন নতুনধারা ফেনী জেলা শাখার যুগ্ম আহবায়ক মানজুর আলমসহ স্থানিয় নেতৃবৃন্দ। পঞ্চম দফায় নতুনধারার রাজনীতিগণ আবারো ফেনীতে ত্রাণ উপহার দিতে প্রস্তুতি নিচ্ছে। আগ্রহী যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নতুনধারার ত্রাণ তহবিলে সহায়তার অর্থ দিতে চাইলে নতুনধারা বাংলাদেশ এনডিবির ব্যাংক একাউন্ট নম্বর ০১০০১১৬৫৫৯৮১৬, জনতা ব্যাংক, তোপখানা রোড, ঢাকা শাখা অথবা ০১৭৯৫৫৬৮১৩৭ নম্বরে বিকাশ/নগদ পাঠাতে পারবেন। এছাড়াও খাদ্যদ্রব্য বা অন্য কোন সামগ্রী সরাসরি সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ২৭/৭ তোপখানা রোড, ঢাকা ১০০০ ঠিকানায় এসে দিতে পারবেন বলে জানান নতুনধারার মিডিয়া সেল সদস্য সাবিনা আক্তার তুরিন। খবর বিজ্ঞপ্তির

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com