নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট সহ নানা সমস্যায় জর্জড়িত হয়ে পড়েছে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. শাহজাহান আলী জানান কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার সহ ১ম শ্রেণীর ৮টি পদ শূণ্য রয়েছে। ক্যাশিয়ার নাই। নাই ভান্ডার রক্ষক। নার্সের পদ শূণ্য রয়েছে ৪টি। ফার্মাসিষ্ট ২টি পদের একটিও নাই। মেডিকেল টেকনোলজিস্ট(ডেন্টাল) দিয়ে ফার্মাসিস্টের কাজ চালানো হচ্ছে। ওয়ার্ড বয় ৩টি পদের মধ্যে ২টি শূণ্য। অপরজন অসুস্থ। নিরাপত্তা প্রহরীর ৩টি পদের মধ্যে ২ টি শূণ্য রয়েছে। পরিচ্ছন্ন কর্মী ৫ জনের স্থলে রয়েছে মাত্র ২ জন। তার হিসাব মতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ম শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত ৪৩ জন কর্মকর্তা/কর্মচারীর পদ শূণ্য রয়েছে। ওই শূণ্যতার রিপোর্ট প্রতিনিয়ত কর্তৃপক্ষের নিকট পাঠানো হচ্ছে। তিনি আরও জানান স্বাস্থ্য কমপ্লেক্সের যে এ্যম্বুলেন্সটি রয়েছে সেটাও মেরামতের প্রয়োজন। শিশু ওয়ার্ড নাই। আলট্রাসনোগ্রাম করার মেশিন নাই। তবে আলট্রাসনোগ্রাম মেশিন উপজেলা পরিষদ থেকে সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। সেখান থেকে না হলে স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক মেশিনটির ব্যবস্থার আশ্বাস প্রদান করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও এখন পর্যন্ত ৩১ শয্যা হিসাবে পরিচালিত হয়ে আসছে। জন স্বার্থে বিষয়টির প্রতি সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে।
Leave a Reply