মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পীরগঞ্জ এর কার্যক্রম সন্তোষজনক বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের উদ্যোগী করে গড়ে তুলতে হবে -হুইপ ইকবালুর রহিম এমপি পার্বতীপুর রেলওয়ে জংশনে তাঁদের কর্ম তৎপরতা বৃদ্ধি করেছে নিরাপত্তা বাহিনী খরার ঝুঁকিতে পড়েছে রংপুর অঞ্চল মোংলায় বিশ্ব ধরিত্রী দিবস পালন তীব্র গরমে ২০০ রিকশাচালককে ক্যাপ ও ছাতা দিলেন ক্রিকেটার বিথী পীরগঞ্জে জুয়াড়ীসহ গ্রেফতার- ১০ জাতীয় শিক্ষা সপ্তাহের  প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান  আগামী কাল থেকে  বঙ্গবন্ধু কন্যা তৃণমুল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌছে দিয়েছেন -হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত

পার্বতীপুরের হরিরামপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা জনমনে ক্ষোভ 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৫১ বার পঠিত

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পরিষদের নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। বাড়ছে প্রতিহিংসা। প্রতিপক্ষকে ঘায়েল করতে চলছে ষড়যন্ত্র। সেই সাথে নিরাপরাধ মানুষও হচ্ছে ষড়যন্ত্রমূলক মামলার শিকার। ফলে জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এমনি একটি ঘটনা ঘটেছে পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নে। এই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মাসুদুর রহমান শাহ্্ প্রতিহিংসার শিকার হয়ে ষড়যন্ত্রমূলক মামলার আসামী হয়েছেন। একই মামলার আসামী হয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। এনিয়ে এলাকায় চলছে চরম উত্তেজনা।সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, দিনাজপুরের পার্বতীপুর হরিরামপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে একটি ষড়যন্ত্রমূলক মামলা। ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চলছে চরম উত্তেজনা। মামলার প্রধান উদ্দ্যেশ আগামী ইউপি নির্বাচনে তিনি যেন প্রার্থী হতে না পারেন। জানা গেছে, পার্বতীপুর হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমান শাহ্ তার স্কুল পড়–য়া ছেলেসহ আসামী করা হয়েছে তাঁর পরিবারের ৫ সদস্যকে। মামলার বাদী হয়েছেন এলাকার মধ্যপাড়া ভাদুরী বাজারের জনৈক মহিলা। মামলায় বলা হয়েছে, ঢাকায় কর্মরত বাদীনির স্বামীর কাছ থেকে গত ২০১৬ সালের ৭ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় তিন লক্ষ টাকা ধার হিসেবে নেন ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান শাহ্। এ ঘটনার বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমান শাহ নিকট জানতে চাইলে তিনি বলেন, এটা একটি সাজানো ঘটনা, এলাকার চেয়ারম্যান হিসেবে আমাকে সমাজে হেয় করার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছে। তিনি পুরো ঘটনাটি মিথ্যা ও ভিত্তিহীন দাবী করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com