এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে নদী থেকে বেআইনী ভাবে বালু উত্তোলনের সময় বালু বোঝাই দুইটি ট্রলিসহ দুই জনকে হাতে নাতে আটক করে অর্থদন্ড প্রদান করা হয়েছে৷ ৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে এই অর্থদন্ড প্রদান করা হয়েছে৷
জানা গেছে,পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বড়হরিপুর চান্দোয়া এলাকার নদী থেকে বেআইনী ভাবে বালু উত্তোলন সময় রুবেল (২৩) ও সুলতান (২৫) নামের দুই জনকে বেআইনী ভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে প্রত্যেক কে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার নাশিদ কায়সার রিয়াদ এই দন্ড প্রদান করেন।
Leave a Reply