বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের মাঝে বকনা গরুর বিতরণ   পার্বতীপুরে কালব এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত একটি কবিতার বই “বিধ্বস্ত সখিনা” পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মশালা পীরগঞ্জে নিজের জমির ধান কাটতে গিয়ে পিটুনীর শিকার মিঠাপুকুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী গ্রেফতার উপদেষ্টা মাহফুজের বক্তব্য উদ্দেশ্যমূলক-শিবির সেক্রেটারি  তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ ২২ জুন নবাবগঞ্জে ভাইকে পিতা সাজিয়ে ০৩.৫৯ শতক জমি আত্মসাতের অপচেষ্টা     মাদরাসা শিক্ষার্থীদেরকে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় যোগ্য  নাগরিক হিসেবে তৈরি করতে হবে। – ইআবি ভিসি

পার্বতীপুরে পান চাষ লাভ জনক হওয়ায় পান চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪৬ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু।- দিনাজপুরের পার্বতীপুরে পান চাষ লাভ জনক হওয়ায় পান চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। নিজেদের পানের বরজে ভালো ফলনে বেশি লাভের আশা করছেন চাষিরা। তিন থেকে চার মাসে উৎপাদিত এই পান চাষ নতুন মাত্রা যোগ করেছে এখানকার অর্থনীতিতে। যা এই এলাকার পানের চাহিদা অনেকটাই মেটাতে সক্ষম হবে বলে মনে করছেন পান চাষীরা।
পান চাষের একটি সম্ভাবনাময় এলাকা পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের পান বাজার। এখানকার জমি পান চাষের উপযোগী হওয়ায় পান চাষে ঝুঁকে পড়েছেন পান চাষীরা। পান বাজার রাস্তার পাশে তাকালেই চোখে পড়ে ছোট বড় অনেক পানের বরজ। এখানে প্রায় ২০ থেকে ৩০টি পানের বরজ রয়েছে।
পান চাষিদের অভিযোগ,উপজেলা কৃষি অফিস থেকে তারা কোন প্রকার পরামর্শ বা সহযোগিতা পায়না। যদি সরকারের পক্ষ থেকে এই পান চাষের জন্য কৃষি উপকরণ,কৃষি সহায়তা ঔষধ, সার, কীটনাশক তারা পায় তবে পানের উৎপাদন দিন দিন বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদী।
পান বাজার এলাকার কৃষক সন্তোষ চন্দ্র রায় জানান, তিনি ও তার ছেলেরা মিলে প্রায় ২ বিঘা জমিতে পানের বরজ করেছেন। এবার তিনি একই জমিতে শ্রম ও খরচ করেছেন ১ লক্ষ টাকা যার বিপরীতে পান বিক্রী করেছেন প্রায় ২ লাখ টাকার। পান চাষীদের মধ্যে শ্রী নিতাই বাবু, লাল বাবু, অশোক, সঞ্জয়, সুমন ও সুজনসহ  বেশ কয়েকজন পানচাষি জানান, তারা এই চাষে লাভবান হচ্ছেন। অন্যান্য ফসলের পাশাপাশি পান চাষ করে বেশী মুনাফা অর্জন করছেন। এ কাজের সাথে জড়িত শ্রমিকেরাও লাভবান হচ্ছে।
পান চাষের উপযুক্ত সময় বাংলা বৈশাখ মাস। তাই বৈশাখের শুরুতেই উঁচু জমিতে  সারিবদ্ধ  ভাবে পানের চারা রোপন করা হয়। জমি থেকে পানি সহজেই বের হওয়ার জন্য করা হয় ড্রেনেজ ব্যবস্থা । প্রখর রোদের তাপ থেকে চারা বাঁচাতে বাঁশ ও খড়ের সাহায্যে মাচা দেওয়া হয়। ৬ থেকে ৭ ফুট ওপরে শাওন দেওয়া হয়। পান চাষীরা মনে করেন কৃষি অফিসের সহযোগীতা পেলে (অথাৎ সুপরামর্শ ও প্রণোদনা) পান চাষ আরো বাড়ানো সম্ভব।
পান চাষ নিয়ে কথা হয় পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন এর সাথে তিনি বলেন, উপজেলার ৬ হেক্টর জমিতে পান চাষ করা হচ্ছে। পান চাষে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। সুপরামর্শ দেওয়া হচ্ছে। অথাৎ  সাধ্যানুযায়ী সব কিছুই করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com