সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

পার্বতীপুরে প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবীতে প্রতিবাদ সভা 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৫ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি এম এ আলম বাবলু|-দিনাজপুরের পার্বতীপুরে নেসকোর প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবীতে প্রতিবাদ সভা ও  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পার্বতীপুর উপজেলা সচেতন নাগরিক কমিটির ব্যানারে এই  কর্মসূচী পালন করেছেন স্থানীয়রা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা সচেতন নাগরিক কমিটির ব্যানারে পৌর শহরের  ঢাকা মোড়ে এ কর্মসূচী পালিত
হয়।
পরে আন্দোলনকারীরা প্রতিবাদ মিছিল সহ নেসকোর প্রধান গেটে অবস্থান নেয়। কর্মসূচী চলাকালে নেসকোর আবাসিক প্রকৌশলীর অফিসে উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন, নেসকোর প্রকৌশলী ও আন্দোলনকারী নেতৃবৃন্দের এক বৈঠক চলে ঘন্টাব্যাপী।
বৈঠকে জোর করে গ্রাহকের কাঁধে প্রিপেইড মিটার চাপিয়ে দেয়া যাবেনা মর্মে সিন্ধান্ত গৃহিত হয।  প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আবু তাহের,  মোঃ আশরাফুল, গোলাপ ও আমানুল্লাহ প্রমুখ।  এ সময় দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারী দেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com