শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

 পার্বতীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ১৬৭ বার পঠিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে নিজ হাতে গলাটিপে স্বামী শাহাজাদ হোসেন ওরফে সাজ্জাদ (৩৮) কে হত্যার অভিযোগে স্ত্রী শরিফা বেগমকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে পার্বতীপুর পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের চান্দোয়াপাড়া গ্রামে চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে আজ বৃহস্পতিবার সকালে নিহতের বাড়ি থেকে তার স্ত্রী শরিফা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, ২০১৯ সালের ৩ অক্টোবর পার্বতীপুর পৌর শহরের চান্দোয়াপাড়া গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে শাহাজাদ হোসেন সাজ্জাদের সাথে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের ভোটগাছ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে শরিফা বেগমের বিয়ে হয়। তবে এটি শরিফার চতুর্থ ও শাহাজাদ হোসেনের তৃতীয় বিয়ে বলে তাদের পারিবারিক সূত্রে জানা গেছে। বিয়ের পর থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো। উভয়ের মাঝে ঝগড়া বিবাদ লেগেই থাকত। মাত্র দু মাস আগে শাহাজাদ হোসেন সাজ্জাদ টাঙ্গাইলের এলেঙ্গায় একটি অটোরাইস মিলে শ্রমিক পদে চাকুরীতে যোগ দেয়। গত ১৪ এপ্রিল ভোরে শাহাজাদ কর্মস্থল থেকে চান্দোয়াপাড়ায় নিজ বাড়িতে আসে। পুলিশ জানায়, ওইদিন বিকেলে স্ত্রী শরিফা বেগম সুজির হালুয়ার সাথে ঘুমের বড়ি মিশিয়ে তাকে খেতে দেয়। এতে কিছুক্ষনের মধ্যে সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘুমন্ত অবস্থায় স্ত্রী শরিফা বেগম দু’হাতে গলাটিপে তাকে হত্যা করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আনিছুর রহমান। হত্যাকান্ডের নৈপথ্যে স্ত্রীর পরকিয়া সম্পর্কই মূল কারণ বলে তিনি জানান।পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী শরিফা বেগমকে আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়না তদন্তের জন্য লাশ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com