পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- উৎসাহ উদ্দীপনা ও আবেগঘন পরিবেশের মধ্যে দিয়ে ৭ আগষ্ট/২৫খ্রি: বৃহস্পতিবার দুপুরে গোপীনাথপুর দারুস সুন্নাহ মজিদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।মাদ্রাসা কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠানটির পরিচালক আলহাজ্ব হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম ফারাজির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদন্নবী চৌধুরী পলাশ, বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক প্রকাশক সুলতান আহমেদ সোনা।
হাফেজ মাওলানা আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ৩ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ছাড়াও অন্যান্য শিক্ষার্থী, স্থানীয় আলেম সমাজ, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টুকুরিয়া ইউনিয়ন জামায়াতের আমির- মাওলানা রোকনুজ্জামান, ইবাদত হজ্বের ব্যবস্থাপনা পরিচালক ড. নুরুল ইসলাম, মাদ্রাসার সাবেক ছাত্র- হাফেজ মাওলানা গোলাম রব্বানী, খালাশপীর জামে মসজিদের ইমাম- হাফেজ মাওলানা নুরুল ইসলাম সাংবাদক আব্দুল করিম সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরগঞ্জ শাখার নেতা হাফেজ মাওলানা সুলতান মিয়া, খেলাফত মজলিশ রংপুরের জেলা সম্পাদক- মোহাম্মদ আলী মেজবা প্রমুখ।
অনুষ্ঠানে প্রাক্তন ছাত্ররা তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে প্রতিষ্ঠানটির অগ্রগতি ও ভবিষ্যত শিক্ষার্থীদের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply