রংপুর প্রতিনিধি।- সমাজের আর দশ জনের ন্যায় এ সুন্দর পৃথিবীর দৃশ্য দেখতে চায় লাবনী । ওর চতুপার্শে যাদের বসবাস, যারা ওর সঙ্গে চলেন কিংবা কথা বলেন, তাদেরকে দেখার বাসনা তার । আয়নায় নিজের চেহারাটাও অবলোকন করতে চায় । কিন্তু পারছে না । জীবনের এক পর্যায়ের অসুস্থতায় দৃষ্টিশক্তি হারিয়ে লাবনীর কাছে পুরো পৃথিবী যেন অন্ধকার । সকলের কাছে ওর একটাই প্রশ্ন আমি কি আমার দৃষ্টি শক্তি ফিরে পাবনা ? নাকি এ ভাবেই চলে যেতে হবে এ পৃথিবী ছেড়ে ? রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বড়ফলিয়া গ্রামের এক অনুষ্ঠানে সম্প্রতি সাক্ষাত মেলে দৃষ্টিহীন এ কিশোরী লাবনীর সঙ্গে। আলোচনার এক পর্যায়ে জানালো জীবনের করুণ কাহিনী । তার সাথে কথা বলে জানা গেছে, পীরগঞ্জের খালাশপীরের পাশ্ববর্তী প্রত্যন্ত বড়ফলিয়া গ্রামের দিনমজুর লাল মিয়ার কন্যা লাবনী খাতুন । সুন্দরী ও চঞ্চল এক শিশু কন্যা । পিতা-মাতা, পরিবারসহ গ্রামবাসীর কাছেও বেশ আদরের। তখন বয়স ৭ বছর। স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী। সে সময় আক্রান্ত হয় পক্স রোগে। শরীরের বিভিন্ন অংশসহ দু’ চোখও এ রোগে আক্রান্ত হয়েছিল ।দরিদ্র পিতা গ্রামবাসীর সহযোগীতায় ওর অনেক চিকিৎসা করিয়েছেন। চিকিৎসার এক পর্যায়ে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে লাবনী । এর পরে কেটে গেছে ৮টি বছর । দরিদ্র পিতা এ দীর্ঘ সময়ে অনেক চেষ্টা করেও অর্থাভাবে লাবনীর আর কোন উন্নত চিকিৎসা করাতে পারেনি। লাবনীর বয়স এখন ১৫ । বিগত ৮ বছর ধরে লাবনীর দৃষ্টিতে সবই অন্ধকার। ওর জীবনটাও অনুরুপ । কথা বলার সময় সে শুধুই কাঁদছিল আর আকুতি করে বলছিল ভাই, আমি কি কাউকে দেখতে পাবনা ? আমি সবাইকে দেখতে চাই, সুন্দর ভাবে বাঁচতে চাই । লাবনীর পিতা লাল মিয়া জানান, তিনি দিনমজুর। তার যেটুকু ছিলো তা দিয়ে চিকিৎসা করেছেন। বর্তমান তিনি নি:স্ব। এ জন্য সে সরকার প্রধানসহ সকলের সহযোগীতা কামনা করছেন ।
Leave a Reply