পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র-১৪
লীগপন্থি না হওয়ায় ভবন পায়নি বারুদহ উচ্চ বিদ্যালয়
বজ্রকথা প্রতিবেদক সুলতান আহমেদ সোনা।– শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানের মতই পবিত্র এবং গুরুত্বপূর্ণ। সে কারণে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নোংড়া রাজনীতি, ষড়যন্ত্র, চক্রান্ত করা উচিত নয় বলে মনে করি।
আমরা অবশ্য দেখে আসছি,এলাকা ভেদে কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থ রক্ষা না হলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চক্রান্ত করেন। জোর করে প্রতিষ্ঠানের সভাপতি হতে না পারলে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংশে ষড়যন্ত্রে লিপ্ত হন। এখানেই শেষ নয়, কিছু কিছু মানুষ তো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে নিয়োগ বানিজ্য করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন, চাকুরী প্রার্থীদের সর্বশান্ত করে ছেড়েছেন।
আজ যে প্রতিষ্ঠান নিয়ে কথা বলবো সেই প্রতিষ্ঠানের নাম বারুদহ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানটিও নোংড়া রাজনীতির শিকার হয়েছে!
সকলের অবগতির জন্য জানাচ্ছি, বারুদহ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ১৯৯৩ সালে প্রতিষ্ঠা করা হয়েছে পীরগঞ্জ উপজেলার ৪নং কুমেদপুর ইউনিয়নের বারুদহ মৌজায়। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও জমিদাতা ওই এলাকার মোঃ নুরুল ইসলাম।তিনি একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বিদ্যালয়ের জমির পরিমান ১ একর। শিক্ষক সংখ্যা ১৩ জন, অন্যান্য কর্মচারী ৫ জন, শিক্ষার্থী সংখ্যা খাতাপত্রে ২১০জন। বিদ্যালয়টির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন, মোঃ আব্দুল হালিম। এলাকায় তিনি একজন দক্ষ ও ব্যক্তিত্ব সম্পন্ন শিক্ষক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তিনি জানিয়েছেন – তার স্কুলে শিক্ষার্থী রয়েছে –
ষষ্ঠ শ্রেণিতে- ৩৮ জন
সপ্তম শ্রেণিতে-৪৩জন
অষ্টম শ্রেণিতে-৪০জন
নবম শ্রেণিতে-৪৪জন
দশম শ্রেণিতে-৩৮জন।
শিক্ষক হিসেবে যারা কর্মরত রয়েছেন তারা হলেন –
১। প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম – বি এ, বিএড
২।সহকারী শিক্ষক মোঃ সাদেকুল ইসলাম- বিএসসি,বিএড
৩।সহকারী শিক্ষক মৌঃ হারুন অর রশিদ -কামিল পাশ
৪।সহকারী শিক্ষক মোঃ হারুন অল রহিম -বিপিএড
৫।সহকারী শিক্ষক মোঃ কবির উদ্দিন- বিএসসি , বিএড
৬।সহকারী শিক্ষক মোছাঃ শামছু নাহার বিএ
৭।সহকারী শিক্ষক মোছাঃ ছাবিনা ইয়াসমীন- বিএ,বিএড
৮।সহকারী শিক্ষক মোঃ মাহবুব হাসান –বিএ, বিএড
৯।সহকারী শিক্ষক শ্রী নিরাঞ্জন কুমার ঘোষ- বিএসএস,বি এড
১০।সহকারী শিক্ষক মোঃ সেরাজুল ইসলাম-বিএসএস,বি এড
১১।সহকারী শিক্ষক শ্রী বিকাশ চন্দ্র পাল- বিএসএস, বি এ
১২।সহকারী শিক্ষক মোঃ মোজাফ্ফর হোসেন- বিএ, বিএড
১৩।সহকারী শিক্ষক মোঃ রিমন মিয়া- গ্রন্থগারিক
সরেজমিন দেখেছি, স্কুলটিতে পর্যাপ্ত শিক্ষার্থী রয়েছে কিন্তু আটোসাটো টিনের বেড়া ঘেরা ঘর, টিনের চালায় মোড়ানো আধাপাকা ঘরে ক্লাস করতে বাধ্য হচ্ছে ছাত্র/ছাত্রিরা। ক্লাসরুম গুলো এতই ছোট যে, শিক্ষার্থীরা গাদাগাদি করে বসতে বাধ্য হচ্ছেন।
দেখেছি স্কুলটিতে বিদ্যুৎ সংযোগ রয়েছে, ফ্যান রয়েছে মাথার এক হাত উপরে। কেউ হাত উঁচু করলেই কেটে যাওয়ার সম্ভবনা রয়েছে।
জেনেছি, শিক্ষকরা বেশ আন্তরিক,দায়িত্বশীল! স্কুলটিতে পড়া লেখা ভালো হয়। এসএসসি’র ফলাফলও মোটামোটি ভালো কিন্তু এই বিদ্যালয়টির জন্য একটি পাকা ৪তলা ভবন দরকার বলে মনে করি।
শুনেছি আওয়ামী লীগ সরকারের আমলে পীরগঞ্জের সাংসদ,ড. শিরীন শারমিন চৌধুরী নাকি এই বিদ্যালয়ের জন্য একটি ভবন গড়ার অনুমোদন দিয়েছিলেন। চিঠিও ছিলো! পরে তা বাস্তবায়ন হয়নি। কারণ হিসেবে জানাগছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীগপন্থি ছিলেন না; অপর দিকে ওই ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম সাহেব প্রধান শিক্ষক এর উপর নাখোশ থাকায় ভবনটি হয়নি।
আমরা সাংবাদিকরা মনে করি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির বাইরে রাখা উচিত। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আমাদের, সকল শিক্ষার্থী আমাদের সন্তান, তারা দেশের ভবিষ্যৎ যোগ্য নাগরিক। তাই দেশের সকল নাগরিকদের জন্য সমান সুযোগ সুবিধা দিতে হবে।
Leave a Reply