সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন

পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র-১৫

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪ বার পঠিত

পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র-১৫  
শুকানচৌকিতে একজন ছাত্রী নিয়ে চলছে দাখিল মাদ্রাসা
বজ্রকথা প্রতিবেদক সুলতান আহমেদ সোনা।–রংপুরের পীরগঞ্জ উপজেলায় স্কুল ,কলেজ, মাদ্রাসা মিলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এ সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মের ব্যবস্থা হয়েছে অনেকের কিন্তু সবাই কী জানে, প্রতিষ্ঠানগুলো কি ভাবে চলছে ! শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে কাম্য শিক্ষার্থী রয়েছে কী (?)

প্রিয় পাঠক, আজকে আপনাদের সামনে এমপিও ভুক্ত এমন একটি মাদ্রাসার খবর জানাবো,যে মাদ্রাসায় রয়েছে মাত্র একজন শিক্ষার্থী ।                       পুরো খবর জানানোর আগে আমি কিছু কথা বলতে চাই; কথাগুলো হচ্ছে, আমরা সাংবাদিকরা বিশ্বাস করি “মিথ্যার সাথে আপোষ আর যাই হোক সাংবাদিকতা নয়”। যার বিবেকের দায়বদ্ধতা নেই সে সামাজিক দায়বব্ধ মানুষ হতে পারে না! যারা অন্যায় করে আর অন্যায় কর্মকে প্রশ্রয় দেয় তারা উভয়ে সমান দোষি।
হ্যা যা বলছিলাম,রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় রয়েছে এমন একটি দাখিল মাদ্রাসা ,যে মাদ্রাসাটিতে বাস্তবে কোন শিক্ষার্থী না থাকলেও মাধ্যমিক শিক্ষা বিভাগের কৃপায় দীর্ঘ সময় ধরে বেতন ভাতা তুলে খাচ্ছেন শিক্ষক কর্মচারীগণ। এই মাদ্রসাটির নাম আব্দুল জলিল দাখিল মাদ্রসা। এর কোর্ড নম্বর-১৪৪৬৪। মাদ্রাসাটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত। মাদ্রাসাটির অবস্থান রংপুর –বগুড়া মহাসড়ক সংলগ্ন শুকান চৌকী নামক স্থানে।
জানা যায় ওই সময়, ধর্মীয় শিক্ষার প্রসার ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, এই প্রতিষ্ঠানে জমি দান করেছিলেন অত্র এলাকার আলীম উদ্দিন প্রধান, সাখাওয়াত হোসেন প্রধান, নছির উদ্দিন প্রধান,ছমির উদ্দিন প্রধান ও বছির উদ্দিন প্রধান।মোট জমির পরিমান ২ একর ১২ শতাংশ। এই প্রতিষ্ঠানে গিয়ে জানা গেছে, এফতেদায়ী শাখায় বর্তমানে শিক্ষক রয়েছেন ৩ জন, বাস্তবে কোনো শিক্ষার্থী নাই। তবে বজ্রকথাকে জানানো হয়েছে, খাতাপত্রে রয়েছে ৪৭ জন শিক্ষার্থীর নাম।

এফতেদায়ী শাখার শিক্ষরা হলেন –
১। মোঃ আবিদুল রহমান –ফাজিল পাশ
২।মোঃ আউয়াল মিয়া –দাখিল মোজাবিদ
৩।মোঃ রবিউল ইসলাম- এইচ এসসি পাশ।

অপর দিকে দাখিল শাখায় শিক্ষক রয়েছেন ১১ জন।তারা হলেন-
১।সুপার মোঃ আজিজুল ইসলাম- কামিল পাশ
২।সহকারী শিক্ষক – মোঃ আছাদুর রহমান মিয়া – বিএ পাশ
৩।সহকারী শিক্ষক- মোঃ জায়েদ হোসেন – ফাজিল পাশ
৪।সহকারী শিক্ষক মোঃ রেদোয়ানুল হক –ফাজিল পাশ
৫।সহকারী শিক্ষক মোছাঃ মর্তুজা খাতুন –ফাজিল পাশ
৬।সহকারী শিক্ষক নুর আলম মোঃ ফাহিদুল ইসলাম
৭।সহকারী শিক্ষক মোছাঃ শারমীন হাছনা বি এ, বিএড
৮।সহকারী শিক্ষক মোঃ এনামুল হক সরকার- বিএ পাশ
৯।সহকারী শিক্ষক মোছাঃ লুৎফা নাজনীন-এম এ, বিএড
১০।সহকারী শিক্ষক মোঃ বেলাল হোসেন আলম-
১১।সহকারী শিক্ষক মোঃ রাজিয়া আকতার লাকী- বি এ সম্মান

শুকানচৌকী আব্দুল জলিল দাখিল মাদ্রাসায় খাতাপত্রে শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে-ষষ্ঠ শ্রেণিতে-১০জন,সপ্তম শ্রেণিতে-০৯জন, অষ্টম শ্রেণিতে-০৯জন, নবম শ্রেণিতে-০৮জন,দশম শ্রেণিতে-১৫জন,কিন্তু এফতেদায়ী হতে দাখিল পর্যন্ত সব শ্রেণি কক্ষ ঘুরে একজন শিক্ষার্থীকে পাওয়া গেছে।

মাদ্রাসাটির সাইন বোর্ড পর্যন্ত নাই।মাদ্রাসার এই পরিস্থিতিতে এলাকার মানুষ ক্ষুব্ধ !
জানা গেছে বর্তমানে এই মাদ্রাসার সভাপতি পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। প্রতিষ্ঠানটির সার্বিক বিষয় দেখভাল করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ।
প্রশ্ন উঠেছে,শিক্ষার্থী শুন্য এই মাদ্রাসাটি কী ভাবে, কোন নিয়মে চলছে? পড়ুয়া বিহীন এই মাদ্রাসার শিক্ষকদের বেতন ভাতা কোন নিয়মে দেয়া হচ্ছে ? শিক্ষার্থী বিহীন এই মাদ্রাসার বিরুদ্ধে কেনো ব্যবস্থা নেয়া হয়নি? এভাবে আরো কতদিন চলবে ?

পর্যবেক্ষ মহল আশা করেন, দেশ- জাতি ও ধর্মের স্বার্থে   সরেজমিন তদন্ত করে উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার ও মাদ্রাসার সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ব্যবস্থা নেবেন!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com