পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র-১৬
লালদীঘি উচ্চ বিদ্যালয়ে ভবন দরকার
বজ্রকথা প্রতিবেদক সুলতান আহমেদ সোনা।– সৃষ্টিশীল মানুষরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। বিদ্যা, শিক্ষা মান,সম্মান, ব্যাক্তিত্ব কারো কাছে বন্ধক রাখেন না।
এই কথা বলছি,পীরগঞ্জ উপজেলার লালদীঘি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোস্তফা হারুন আর ইয়াতিমুল হাসান লিটন মাস্টারের সংগ্রামী কর্মকান্ড দেখে ।
পীরগঞ্জে সবার পরিচিত লিটন মাস্টার অনেক কষ্ট করে পীরগঞ্জের লালদীঘি বন্দরে একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন ১৯৯২ সালে। এই প্রতিষ্ঠান করতে গিয়ে স্থানীয় কিছু ধান্দাবাজ তাকে নানা ভাবে বাধা দিয়েছে, হেনস্তা করেছে। মামলায় জড়িয়েছে, হাজত খানায় ঢুকিয়েছে, তার পরেও সকল বাধা, ষড়যন্ত্রকে জয় করে সুন্দর একটি বিদ্যালয় গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাস্টার সাহেব।
সম্প্রতি মাস্টার সাহেবের স্কুলে গিয়েছিলাম। গিয়ে দেখেছি, স্কুলটিতে নানা সংকট রয়েছে, কিনতু পরিপূর্ণ স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ও বাসনা লালন করছেন ইয়াতিমুল হাসান লিটন। এ যেন হাত পা বাঁধা অবস্থায় গাঙ্গে সাতার কেটে পাড়ে উঠার সংগ্রাম তার!
তার বিদ্যালয় সেমি পাকা, ঘরের উপর টিনের চালা। ফ্যান আছে কিন্তু উত্তাপ ঠেকাতে ছাঁদ দিতে পারেন নাই তিনি। আর্থিক সংকটের কারণে দেয়ালে সাদা চুনের প্রলেপ পড়েনি অনেক দিন কিন্তু লেখা পড়া, নিয়ম বিধি মানা হচ্ছে কড়াকড়ি ভাবে।
জেনেছি, শিক্ষকরা নিয়ম মেনে ঘড়ির কাটা দেখে প্রতিষ্ঠানে আসেন, আন্তরিকতার সাথে পাঠদান করেন।যথা সময়ে বিকেলে বাড়ি ফেরেন। শিক্ষার্থীরা বিশ্বাসের সুতো দিয়ে স্বপ্ন বোনেন।
বিদ্যালয়টিতে ১৫৫জন শিক্ষার্থী রয়েছেন। ৬ষ্ঠ শ্রিণিতে-৪০জন,সপ্তম শ্রেনিতে-২৯ জন,অষ্টম শ্রেণিতে-২৬, নবম শ্রেণিতে-৩১জন দশম শ্রেণিতে-২৯ জন।উপস্থিতি সন্তোষ জনক।
এই স্কুলটিতে শিক্ষক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তারা হলেন-
১। প্রধান শিক্ষক –মোস্তফা হারুন আর ইয়াতিমুল হাসান- বিএ, বিএড
২।সহকারি শিক্ষক- মোঃ আহামাদুল হক -বিএ
৩।সহকারি শিক্ষক-মোঃ আনোয়ারুল হক- কামিল পাশ
৪।সহকারি শিক্ষক- মোছাঃ ফরিদা ইয়াসমীন- বিএ, বিএড
৫।সহকারি শিক্ষক- আবু সিদ্দিক মোঃ শাহানুর আলম বিকম, বিপিএড
৬।সহকারি শিক্ষক- মোঃ ফজলুল হক –বিএসসি,বিএড
৭।সহকারি শিক্ষক- মোঃ আবু হাসান মিয়া- বিএ, বিএড
৮।সহকারি শিক্ষক-মোছাঃ রওশন আরা খাতুন- এমএসসি
৯।গ্রন্থাগারিক- মোঃ মঞ্জুরুল আলম- এম এ
১০।সহকারি শিক্ষক- আব্দুল্লাহ আল মামুন- এম এ
এই স্কুলে অনেক সংকট রয়েছে। বিগত দিনে লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন প্রধান শিক্ষক ও তার স্কুলটি, ভবন পায়নি লালদীঘি উচ্চ বিদ্যালয়! এখানে আইসিটি ল্যাব নেই। বৈজ্ঞানিক যন্ত্রপাতি নেই,কমনরুম নেই। নামকাওয়াস্তে পাঠাগার আছে কিন্তু বই নেই , শিক্ষক ও কর্মচারীর সংকট রয়েছে।
আমি সেদিন ওই স্কুলের ছাত্র/ছাত্রীদের সাথে পরিচিত হয়েছি, কথা বলেছি ভালো লেগেছে। সেদিন অনুভব করেছি, শিক্ষার্থীরা অন্তরে লেখা পড়া শিখে আকাশ ছোঁয়ার ভাবনায় মগ্ন রয়েছে।
আমরা মনে করি, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নোংড়া রাজনীতি উচিত নয়। আমরা আশা করবো বিগত সময়ে বৈরীতার শিকার এই প্রতিষ্ঠানটির দিকে সুদৃষ্টি দেয়া হবে। সরকার ও শিক্ষা বিভাগ প্রতিষ্ঠানটির সংকট নিরসনে পদক্ষেপ নেবেন!
Leave a Reply