পীরগঞ্জের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের চালচিত্র-১৭
ভালো কিছু দেখলে ভালো লাগে
বজ্রকথা প্রতিবেদক সুলতান আহমেদ সোনা।– ভালো কিছু দেখলে ভালো লাগে। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে আমরা সব সময় ভালো কিছু আশা করে থাকি, ভালো কিছুর দাবী জানিয়ে থাকি। সেই দাবীটা জানাই শিক্ষা বিভাগ ও সরকারের কাছে।
আমরা যত শিক্ষাই অর্জন করিনা কেনো, এ কথাটা মানতেই হবে, সকল শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। তাই প্রাথমিক শিক্ষাকে কোনো ভাবেই অবজ্ঞা করা যাবে না।
প্রাথমিক শিক্ষার সুষ্ঠ পরিবেশ দিতে সব সময় দাবী ছিল সুন্দর ভবন, যোগ্য শিক্ষক, খেলার মাঠ, শিক্ষা উপকরণ, আসবাবপত্র ইত্যাদি।সুন্দর ভবন অতি জরুরী দাবী ছিল, সেই দাবী পূরণ করছে সরকার।
দু:খের সাথে বলছি, আমাদের সময়টা খুব ভালো ছিল না। আমরা কিন্তু জোড়া তালি পরিবেশের মধ্যে প্রাথমিক শিক্ষার গন্ডিটা পার করেছি। আমরা জন্মগ্রহন করেছি পাক আমলে। তখন সারা দেশের লোক সংখ্যা ছিল মাত্র ৭ কোটির মত। তখন থানা পর্যায়ে না ছিল ভালো স্কুল, না ছিল শিক্ষার পরিবেশ।পাকিস্তান আমলে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়েছি , তখন না ছিল ভালো স্কুলগৃহ, না ছিল বেঞ্চ। আমরা মেঝেতে বসে ক্লাস করেছি। তখন শিক্ষকের জন্য টেবিল চেয়ারেরও সংকট ছিল। ব্লাকবোর্ড ডাস্টারও অনেক স্কুলে ছিল না। আমরা ভালো জামা পাইনি। জুতার কথা কল্পনার বাইরে ছিল। গ্রামের শিক্ষার্থীরা না খেয়ে স্কুলে আসতো। পড়ায় না পারলে স্যার বেদম মার পিট করতেন।সেই অবস্থা কিন্তু এখন নাই, অবস্তার আমুল পরিবর্তিন ঘটেছে।
প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিক; সুষ্ঠু –সুন্দর পরিবেশ দিতে শিক্ষা বিভাগ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ক’দিন আগে রংপুরের পীরগঞ্জ উপজেলার বারুদহ সরকারী প্রাথমিক বিদ্যলয়টি দেখে খুব ভালো লেগেছে। কিছুদিন আগেও এখানে দূর্বল অবকাঠামো ছিল কিন্তু এখন সব কিছু ঝক ঝক করছে। রঙ্গীন স্কুলগৃহ, সাজানো গোছানো শ্রেণিকক্ষ, বসার জন্য দামি বেঞ্চ। শিক্ষার্থীদের একই রকম পোষাক , সব মিলে খুব ভালো লেগেছে।
এই স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছিল ১৯৯১ সালে। প্রতিষ্ঠাতা ও জমিদাতা মোঃ নুরুল ইসলাম মাস্টার।জমির পরিমান৪৫ শতাংশ।স্কুলটির নম্বর-১৯৪।
স্কুলটির প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান। তিনি জানিয়েছেন, বিদ্যালয়টিতে শিক্ষকের পদ ৬টি কিন্তু কর্মরত আছেন ৪ জন। শিক্ষার্থীর সংখ্যা ১৭৫জন। জানা গেছে এই বিদ্যালয়ে শিশু শ্রেণিতে রয়েছে-১৬জন, প্রথম শ্রেণিতে রয়েছে-৩৩জন,দ্বিতীয় শ্রেণিতে রয়েছে- ২৭ জন, তৃতীয় শ্রেণিতে রয়েছে- ৩৮ জন,চতুর্থ শ্রেণিতে রয়েছে- ২৬ জন, পঞ্চম শ্রেণিতে রয়েছে- ৩৭ জন। শিক্ষকরা হলেন –
১। প্রধান শিক্ষক (ভারঃ) মোঃ নুরুজ্জামান – বিএসসি
২।সহকারী শিক্ষক মোছাঃ গোলশেনারা বেগম-বিএসএস
৩।সহকারী শিক্ষক মোছাঃ তানজিনা খাতুন- এমএসএস
৪।সহকারী শিক্ষক মোছাঃ লাবনী আকতার- এমএসসি
বিদ্যালয়টিতে বেশ কিছু সংকট রয়েছে। এখানে ওয়াশ ব্লক দরকার, পানীয় জলের ব্যবস্থা নেই। আশা করি শিক্ষা বিভাগ এদিকে দৃষ্টি দেবেন।
Leave a Reply