আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দৈনিক আমার সংবাদের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকাল ১০ টাই পীরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস মিলনায়তনে কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। আমার সংবাদের উপজেলা প্রতিনিধি শাহজাহান আব্দুল আলীমের সভাপত্বিতে প্রতিষ্ঠা বার্ষিকীর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌর সভার নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, দৈনিক জনকন্ঠ র পীরগঞ্জ উপজেলা সংবাদদাতা মোশাররফ হোসেন, বিজয় টিভির ঠাকুরগাঁও প্রতিনিধি মামুনুর রশিদ মিন্টু ও সংবাদ সারাদিন ডট নেট এর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আজম রেহমান, দৈনিক দিনকাল পীরগঞ্জ প্রতিনিধি আজিজুল হক, দৈনিক ঘোষণা পীরগঞ্জ প্রতিনিধি আব্দুর রহমান, জাগোরনী টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি মাসুদ রানা মাসুদ, চ্যানেল টি ওয়াইনের ঠাকুরগাঁও প্রতিনিধি ফাইদুল ইসলাম, দৈনিক সকালের সময় উপজেলা প্রতিনিধি মাহাবুবুর রহমান ব্লু, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন, সাংবাদিক যথাক্রমে আবু হাসনাত, ফটো সাংবাদিক শেখ সমশের, সামসু জোহা, প্রমূখ।
এসময় প্রধান অতিথি দৈনিক আমার সংবাদের উন্নতি ও সাফল্য কামনা করে এক দোওয়া মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply