বজ্রকথা প্রতিনিধি এ কে সরকার ।- রংপুরের পীরগঞ্জে প্রাকৃতিক পরিবেশে আরও একটি নতুন বিনোদন কেন্দ্র ”তাজ ইকোভেঞ্চার’ গড়ে উঠেছে। উপজেলার রায়পুর ইউনিয়নের তাজপুর গ্রামে প্রায় ১০ একর জমির উপর গড়ে তোলা হয়েছে বিনোদন পার্কটি।
এর আগে উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া নামকস্থানে “আনন্দ নগর” নামেও একটি বিনোদন কেন্দ্র গড়ে তোলা হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে ভ্রমণ ও বিনোদন পিপাসুদের জন্য তাজ ইকোভেঞ্চার যাত্রা শুরু করেছে। এটি ব্যক্তি উদ্যোগে পীরগঞ্জে দ্বিতীয় বিনোদন কেন্দ্র।
তাজইকো ভেঞ্চারে পুকুর জলাশয় বেশি। পানি ও পরিবেশকে কাজে লাগিয়ে মানুষের জন্য বিনোদন কেন্দ্রটি সক্রিয় ভুমিকা রাখছে।
বিনোদন কেন্দ্রটিতে দুর দুরান্ত থেকে আসতে হলে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ বাসস্ট্যান্ডে নামতে হবে। তারপর অটো, সিএনজি বা রিকশাযোগে খালাশপীর সড়ক ধরে প্রায় ২ কিলোমিটার এসে ধনশালা চৌরাহাট নামকস্থানে এসে আবার দক্ষিণে তাজপুরগামী সড়কে ১ কিলোমিটার গেলেই প্রধান সড়কের পাশেই কাংখিত বিনোদন কেন্দ্রটি চোখে পড়বে।
তাজপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মমদেল হোসেনের তিন ছেলের উদ্যোগে “তাজ ইকোভেন্চার” প্রতিষ্ঠা লাভ করেছে। বড় ছেলে এআরএম মোস্তাফিজার রহমান মামুন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। তিনি বলেন, আমাদের গ্রামের নামকে স্মরণে রাখতে এবং এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিনোদন কেন্দ্রটি করা হয়েছে। বিনোদন কেন্দ্রটি যেনো পীরগঞ্জসহ সারা দেশে সুপরিচিতি লাভ করে, সেজন্য সকলের দোয়া, আশীর্বাদ চাই।
তার মেঝ ভাই মতলুবর রহমান বাদল পুলিশের একজন কর্মকর্তা। তিনি বলেন, কর্ম ব্যস্ত মানুষের বিনোদনের জন্য তাজ ইকোভেঞ্চার করা হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য রক্ষার লক্ষ্যে বিনোদন কেন্দ্রের কাজ চলমান রয়েছে। এখানে নির্মল বিনোদনের জন্য বিভিন্ন ইভেন্টও আনা হবে। সেইসাথে কমিউনিটি সেন্টার, আবাসিক হোটেল, সুইমিং পুল, ঝর্না করারও পরিকল্পনায় রয়েছে।
তাজ ইকোভেঞ্চার এর সফলতা কামনা করে ধনশালা গ্রামের শিক্ষক গোলাম ফারুক নান্নু, পীরগঞ্জ সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজের প্রভাষক প্রকাশ চন্দ্র বলেন, দেশ-বিদেশে তাজ ইকোভেঞ্চারের মাধ্যমে পীরগঞ্জের ভাবমূর্তি আরও উজ্জ্বল হোক এই কামনা করছি। সর্বোপরি পীরগঞ্জের উন্নয়ন হোক এটাই আমরা চাই। সেইসাথে তাজ ইকোভেঞ্চারটি একটি আধুনিক বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগকে সাধুবাদ জানাই ।
Leave a Reply