বজ্রকথা প্রতিবেদক।– ১৪ জুলাই/২৫ খ্রি: সোমবার রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ হলে জননী প্রকল্পের আয়োজনে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা: খাদিজা বেগম এর সভাপতিত্বে অুনষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন,অফিসার ইনচার্জ পীরগঞ্জ থানা মো: শফিকুল ইসলাম,বড় দরগাহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাফিয়া আক্তার শীলা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কাওসার হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: নাহিদ আল মোনতাহিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক , উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুর রহমান, উপজেলা মেডিকেল অফিসার মোঃ তারিকুল ইসলাম, কুমেদপুর ইউনিয়ন পরিষদ সচিব মো: সৌমিক হাসান, বড়দরগাহ ইউনিয়ন পরিষদ সচিব শক্তি কুমার, চৈত্রকোল ইউনিয়ন পরিষদ সচিব মো: রফিকুল ইসলাম, মিঠিপুর ইউনিয়ন পরিষদ সচিব মো” সাজ্জাদ মিয়া।
এ ছাড়াও প্রকল্পের নানা দিক ও অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন, মোঃ আলতাফ হোসেন টেকনিক্যাল স্পেশালিষ্ট লোকাল গভারমেন্ট টি এস-টিজিসি, সেভ দা চিলড্রেন, মোঃ ময়নদ্দীন ভূইয়া, ডিসি- জননী প্রকল্প, আরডিআর এস বাংলাদেশ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, জননী প্রকল্পের জি আর এন্ড সিএন জেসমিন আকতার, জননী প্রকল্পের সি বি হযরত আলী প্রমুখ।
এডভোকেসি সভায় পীরগঞ্জ উপজেলার গর্ভবতি মা ও শিশু স্বাস্থ্য’ রক্ষায় করনীয়, এম্বুলেন্স সেবা প্রদান, ইউনিয়ন স্বাস্থ্য ও পঃপঃ কেন্দ্রের চেয়ার-টেবিল সরবরাহ, গেট নির্মান, যাতায়াতের রাস্তা তৈরীসহ নানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহীত হয়।
সভায় ৩নং বড় দরগাহ ইউপি চেয়ারম্যান মাফিয়া আকতার তার কেন্দ্রর জন্য প্রয়োজনীয় ঔষধ ও একটি এম্বুলেন্স প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন।শেষে সভাপতি সকলকে ধন্যবাদ দিয়ে সভার কাজ শেষ করেন।
Leave a Reply