শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

পীরগঞ্জে জরায়ু ক্যান্সার প্রতিরোধে সেমিনার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৫ বার পঠিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- দেশে প্রতি বছর প্রায় ১৮ হাজার নারী জরায়ু মুখে ক্যান্সারে আক্রান্ত হয়। এতে মারা যায় ১০ হাজারের অধিক নারী। ৯ থেকে ৪৫ বছর বয়সে প্রতিষেধক টিকা নিলে এ রোগ থেকে রক্ষা পাওয়া যায়। দেশে যেন আর কোন নারী এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ না করে সেজন্য এই প্রথম গত জুলাই মাস থেকে এর প্রতিষেধক টিকা বাজার জাত করছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামে একটি ওষুধ কোম্পানী। তারা স্বল্প মুল্যে সাধারণ মানুষের মাঝে এ টিকা সরবরাহ করতে চান।
সোমবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে জনসচতেনতা বিষয়ক এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। সকালে সেমিনারের উদ্বোধন করেন ঠাকুরগাও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান। প্রজেক্টরের মাধ্যমে সেমিনারে মুল বক্তব্য উপস্থাপন করেন, পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তানজিনা খাতুন। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আয়োজনে প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে অনষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এ্যাসিসটেন্ট সেল্স ম্যানেজার আশরাফুল হক, সিনিয়র এরিয়া ম্যানেজার রফিকুল ইসলাম, বৈরচুনা ইউনিয়নের চেয়ারম্যান টেলিনা সরকার হিমু, পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সোনিয়া, সিনিয়র সাংবাদিক এটিএম শামসুজ্জোহা, পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের ইলাহী, সহসভাপতি কাজী নুরুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দুলাল সরকার, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, জনকন্ঠ সংবাদদাতা মোশাররফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি নুরনবী রানা প্রমূখ। সেমিনারে সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারী কর্মকর্তা সহ সুশীল সমাজের ৩৫ জন প্রতিনিধি অংশ নেয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com