বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

পীরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণে ৪ লাখ টাকা বরাদ্দ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ১৭৮ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- সম্প্রতি রংপুরের পীরগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড় ও কাল বৈশাখীর তান্ডবে ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ মানুষের গৃহ নির্মাণে ৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে উপজেলা পরিষদ।২৯ এপ্রিল/খ্রি: বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভায় এই বরাদ্দ দেয়া হয়েছে বলে জানা গেছে। এদিন পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন ভুইয়া জনি, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা: রুহুল আমিন বুলেট, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, শানেরহাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু, বড়দরগাহ ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুল হক, চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন, বড় আলমপুর ইউপি চেয়ারম্যান, হাফিজার রহমান, পাঁচগাছী ইউপি চেয়ারম্যান আ: লতিফ, মিঠিপুর ইউপি চেয়ারম্যান এস.এম. ফারুক আহম্মেদ, সমাজ সেবা কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ। সভার সভাপতি নূর মোহাম্মদ মন্ডল জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ৪টি ইউনিয়নে দুঃস্থ মানুষের গৃহ নির্মাণে উপজেলা পরিষদের অপ্রত্যাশী খাত থেকে ৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি জানান আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ চালের পরিবর্তে নগদ অর্থ প্রদানে প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসারের সহযোগী হিসেবে একজন করে সাংবাদিককে দায়িত্ব দেওয়া হবে। উল্লেখ্য সভায় ক্ষতিগ্রস্ত ইউনিয়ন কুমেদপুর ইউনিয়ন ২০ হাজার, মিঠিপুর ইউনিয়ন-৩০ হাজার, বড়দরগাহ ইউনিয়ন- ১ লক্ষ ৫০ হাজার, শানেরহাট ইউনিয়ন- ২ লক্ষ টাকা, মোট ৪ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com