পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে এক নিরীহ হিন্দু দিনমজুর কে পিটিয়ে তার কোমর ও হাত-পা ভেঙ্গে দিয়েছে। পীরগঞ্জের শানেরহাট ইউনিয়নের হিন্দু পরিষদ সম্পাদক কর্তৃক গত ৭ ফেব্রুয়ারী সকালে উক্ত ইউনিয়নের বড়পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটার পর নিজ বাড়িতে মৃত্যুর প্রহর গুনতে হচ্ছে কৃষক অনন্ত চন্দ্র (৪৫) কে। এক সপ্তাহ পেরিয়ে গত রোববার রাতে থানায় মামলা দায়েরের পর পুলিশ ননী গোপাল মহন্ত (৩৫) নামে এক আসামীকে গ্রেফতার করেছে। পুলিশ, মামলার এজাহার ও গ্রামবাসী সূত্রে জানা গেছে- ঘটনার দিন সকালে ওই গ্রামের মৃত.রমেস মহন্তের পুত্র অনন্ত চন্দ্র মহন্ত তার বোনের বাড়িতে যাওয়ার সময় বাড়ি থেকে প্রায় আধা কি:মি: পুর্বে জনৈক সুধীর চন্দ্রের বাড়ির সন্নিকটে পৌছলে প্রতিপক্ষ উল্লেখিত ইউনিয়নের হিন্দু ঐক্য পরিষদের সম্পাদক দাদন ব্যবসায়ী একই গ্রামের মনোরঞ্জনের পুত্র বিকাশ চন্দ্র (৩৫) তার লোকজনসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অনন্ত চন্দ্রের ওপর অর্তকিত হামলা চালিয়ে তার কোমরসহ হাত-পা ভেঙ্গে দেয়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালে অনন্ত চন্দ্র সুস্থ হয়ে ওঠার পুর্বেই ভর্তির প্রায় ৪০ ঘন্টাপর তাকে ছাড়পত্র দেয়া হয়। বাধ্য হয়ে অনন্ত চন্দ্র অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে শয্যাশায়ী হয়ে পড়েছে। গতকাল সোমবার দুপুরে অনন্ত চন্দ্রের বাড়িতে গিয়ে দেখা যায় ব্যাথায় কাতরাচ্ছে সে। তার শারিরীক অবস্থার কথা জানতে চাইলে বলে- আমি নিম্ন আয়ের একজন কৃষক মানুষ। অন্যের জমিতে আমাকে প্রায়ই কামলা দিয়ে খেতে হয়। যে কারনে অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছি না। এ ছাড়াও আসামীরা হুমকি দিচ্ছে বাড়ি থেকে বের হলেই নাকি আমাদের মেরে ফেলবে। মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর শুদীপ্ত শাহীন বলেন- আহতের স্ত্রী শ্রীমতি সুধা রানী বাদী হয়ে ১০ জনকে আসামী করে মামলা করেছে। এদের মধ্যে ননী গোপাল নামে একজন কে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply