পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি ।- রংপুরের পীরগঞ্জে অবশেষে সৌদিআরব ফেরত ভন্ড প্রেমিক আক্তারুল ইসলাম ওরফে হৃদয় (২৪) কে পীরগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করেছে।
২১ সেপ্টেম্বর/২৫খ্রিঃ রোববার প্রতারিত এক ছাত্রীর মামলায় পীরগঞ্জ সদরের বিনোদন কেন্দ্র “কুইন পার্ক” থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। হৃদয় এর বাড়ী রংপুরের পীরগঞ্জের রসুলপুর গ্রামে। তার বিরুদ্ধে একাধিক মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।
মামলা সুত্রে জানা গেছে, রসুলপুরের আক্তারুল ইসলাম ওরফে হৃদয় প্রায় দেড় বছর আগে পীরগঞ্জের চতরাহাট দাখিল মাদরাসার ১০ম শ্রেণির এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়েন। তারপর বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিকাকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্কে জড়ান। প্রায় ৬ মাস প্রেমের অভিনয় করার পর উক্ত হৃদয় সৌদি আরবে চলে যায়।
এক বছর পর দেশে ফিরে সম্প্রতি ওই প্রেমিকাকে পীরগঞ্জের বিনোদন কেন্দ্র আনন্দ নগরের পাশে আবারও মেলা মেশা করেন। একপর্যায়ে হৃদয় তার প্রেমিকাকে টাকা, স্বর্নলংকার নিয়ে আসতেও বলে কিন্তু বিয়ের ব্যাপারে টালবাহানা করছিল। ফলে বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রীর মা বাদী হয়ে হৃদয়কে একমাত্র আসামি করে মামলা করলে পুলিশ বিনোদন কেন্দ্র কুইন পার্ক থেকে তাকে গ্রেফতার করে।
নাম প্রকাশ না করে ওই ছাত্রী জানায়, কোমলমতি মেয়েদের হৃদয় নিয়ে খেলা করতো আক্তারুল ইসলাম ওরফে হৃদয়। তিনি হৃদয়হীন! দুষ্ট-মিষ্ট কথা বলে মেয়েদের কে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের আশ্বাস দিয়ে মুল্যবান সম্পদসহ টাকা, সোনা লুটে নিতো। মামলার পর পুলিশ তাকে গ্রেফতার করেছে। মেয়েদের মুল্যবান সম্পদ তার ইজ্জত। আমার সেটা তিনি হরণ করেছেন। আমি তার যথাযথ বিচার চাই।
Leave a Reply