পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী এমপি বলেছেন, স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌছাতে আওয়ামী লীগকে একযোগে কাজ করতে হবে। তাহলেই এ দেশকে কে সোনার বাংলায় রুপান্তরিত করা সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। করোনা মহামারীতেও দেশের অর্থনীতি থেমে নেই। সামনে এগিয়েই যাচ্ছে। এজন্য আওয়ামী লীগের তৃণমুলকেও ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তৃণমুলের নেতাকর্মীরাই সংগঠনের শক্তি। শেখ হাসিনা তৃণমুলের নেতাকর্মীদের সবসময়ই সম্মান করেন। পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নুতন কমিটির পরিচিতি সভায় ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে টায় পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সদ্য ঘোষিত উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা। বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা আ’লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু। উপজেলা আ’লীগের সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে নুতন কমিটির সদস্যদের দিক নির্শেনা দেন স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী।
Leave a Reply