পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- মুজিব বর্ষের অঙ্গীকার, লক্ষ্য মোদের দুর্নীতি মুক্ত দেশ গড়ার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় আরডিআরএস বাংলাদেশ সীড্স প্রকল্পের কর্ম এলাকায় পালিত হলো –আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস- ২০২০ ।
সরকারের পাশাপাশি এক যোগে দুর্নীতি বিরোধী সচেতনাতা সৃষ্টিতে কাজ করে যাচেছ আরডিআরএস বাংলাদেশ সীড্স প্রকল্প । বৈশ্বিক মহামারি করোনার এই ক্রান্তিকালীন সময়ে স্বাস্থ্য বিধিমেনে অন্যান্য বারের ন্যায় এবারও আরডিআরএস বাংলাদেশ সীড্স প্রকল্পের কর্মএলাকার ইউনিয়নের সহযোগীতায় শানেরহাট ,চৈত্রকোল ,পাঁচগাছি ও চতরা ইউনিয়নে একযোগে দিবসটি পালিত হয় ।
দিবসটি যথযোগ্য ভাবে সার্থক করে তোলার জন্য স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও উক্ত ইউনিয়নের সভাপতি সম্পাদক.এস আর জি ফোকালপারসন,সদস্য, কিশোরী ও আপামর জনসাধারন অংশগ্রহণ করেন।
চতরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো:জিয়াউল ইসলাম জিয়া বলেন নৈরাজ্য ও দুর্নীতি কারীকে সবাই ঘৃনা করে, সকলের উচিত তা কঠোর হাতে প্রতিহত করা ।সরকার দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষনা করেছে তা বাস্তবায়নে সীড্স প্রকল্পর এই ধরনের সচেতনতা সৃষ্টির এই উদ্যোগকে স্বাগত জানান ।
চৈত্রকোল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো:মুক্তার হোসেন বলেন, সরকারের পাশাপাশি আরডিআরএস বাংলাদেশ সীড্স প্রকল্পের দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা এই করোনাকালীন সময়ে নিসন্দেহে ভাল একটি উদ্যোগ তিনি আরো বলেন যে, দুর্নীতি দুর করতে হলে তৃণমুল পর্যায় থেকে উপর প্রশাসন পর্যন্ত সচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই ।
Leave a Reply