শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

প্রতিভাময়ী নৃত্যশিল্পী তানিসা সকলের দোওয়া চায়

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২২০ বার পঠিত

 বিরামপুর (দিনাজপুর) থেকে মো: আবু সাঈদ।-সাংস্কৃতিক অঙ্গণে   মাতিয়ে নিজ প্রতিভার বিকাশ ঘটিয়ে দর্শকদের দৃষ্টি কেড়েছে ৩য় শ্রেণির ছাত্রী শিশু শিল্পী তানিসা।

শিশু শিল্পী তানিসা জান্নাত লাবিবা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার  বিরামপুর মেডিকেল রিপ্রেন্টেটিভ তমিজ উদ্দিন ও গবীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আর্জিনা খাতুন লিপি’র একমাত্র মেয়ে। তার মা লিপি জানান, ছোট বেলা থেকেই লাবিবা’র নাচের প্রতি ঝোঁক ও আগ্রহ ছিল বেশি। ছোট বেলা থেকেই সে জড়তাহীন ভাবে যে কোন সময় গানের সাথে নাচতো। লাবিবার আগ্রহে পিছু টানেনি পিতা-মাতা। আর এই উদারতার মূল্যও দিতে শিখেছে লাবিবা। বর্তমানে সে বিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।  তবে প্রাক-প্রাথমিক শ্রেণিতে পড়ার সময়ই সে নাচে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। এর পর একের পর এক পুরস্কার লাবিবাকে উৎসাহ জাগিয়ে সাফল্যের পথে নিয়ে গেছে।  গত ২০২১ইং সালে জাতীয় শিশু পুরুস্কার প্রতিযোগিতায় মনিপুরী নৃত্য ও লোক নৃত্যে সে প্রথম স্থান অধিকার করেছে। ২০২২ইং সালে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে দিনাজপুর-৬ আসনের এমপি জনাব শিবলী সাদিকের উপস্থিতিতে মঞ্চে  সে পরীবানু গানের সাথে নৃত্য পরিবেশন করে সকলের দৃষ্টি আকর্ষন করেছে। নাচের পাশাপাশি লেখাপড়ায়ও সে মেধার স্বাক্ষর রেখেছে।কোমলমতি লাবিবা ছোট বেলা থেকেই অসহায় মানুষদের প্রতি দয়াশীল। তার টিফিনের টাকা ও রিক্সা ভাড়ার টাকা খরচ না করে ভিক্ষুকদের দান করে থাকে। বয়স্ক ভিক্ষুকদের দাদু ও দিদা বলে সম্বোধন করে তাদের মনকে বিগলিত করে তোলে। লাবিবা ভবিষ্যতে লেখাপড়া শিখে মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়।  লাবিবা জীবনে উত্তরোত্তর সাফল্য ও সদিচ্ছা পুরণে সকলের দোয়া কামনা করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com