শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন

প্রাণ ফিরে পাচ্ছে পীরগঞ্জের ক্ষতিগ্রস্ত জেলেপাড়া

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ১১৬ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ।- রান্না ঘরের চতুর্পাশ খোলা। বিকেলে ওই রান্না ঘরে বসেই শ্রীমতি পুতুল রানী (১৮) মাথায় ঘোমটা দিয়ে বিকেলের নাস্তা হিসেবে পিঠা ভাজছিলেন। পরনে তার লাল, হলুদ, সাদা রংয়ের ফুল তোলা প্রিন্টের শাড়ী। দু’হাতে শাখা পড়েছেন। হাতের হাতা (চামুচ) দিয়ে চুলার উপরে কড়াইয়ে পিঠা উল্টাচ্ছেন। পিঠার একপাশ ভাজা হলে অপর পাশে ভাজছিলেন। তার পিঠা তৈরীর সময় কাছে যেতেই তিনি মুচকি হেসে মুখে ঘোমটা টেনে বসার টুল দিয়ে বসতে বলেন। তাদের উপর হামলার কথা হলো। বললেন, হ, সেদিন কি যে একটা রাত গেচে। কবার পাবো না। ভয়ে জীবনটা শ্যাষ হবার ধচ্চিলো। কোনো মোতে জীবন বাঁচি গ্যাচে। ওংক্যা ঘটনা জানি মান্সের উপোর না হয়। একন খুব ভাল নাগোচে। সবাই হামার খোজ ন্যাওচে। পুতুল রানী পীরগঞ্জের বড় করিমপুর কসবা হিন্দু পল্লী মাঝিপাড়ার সুদাসন চন্দ্রের স্ত্রী। প্রায় বছরখানেক আগে পুতুলের বিয়ে হয়েছে। পুতুলদের জীবনের উপর দিয়ে হামলার ঝড় বয়ে গেছে। তারা সাম্প্রদায়িক হামলার শিকার হয়েছিল। সেই হিন্দু পল্লীর বাসিন্দাদের মাঝে এখন ধীরে ধীরে আতংক কাটছে। ফিরছে স্বস্তি। তাদের পাশে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠন, সংস্থা, মানবিক ও সেচ্ছাসেবী প্রতিষ্ঠান খাদ্য, বস্ত্র ও লক্ষ লক্ষ টাকার আর্থিক সহযোগিতা করা হচ্ছে। মাঝিপাড়ায় হামলায় ক্ষয়ক্ষতির চেয়ে কয়েকগুণ সহযোগিতা পেয়েছে হিন্দু পল্লীর বাসিন্দারা। ২৪ অক্টোবর রবিবার ওই হামলার পর এক সপ্তাহের মধ্যেই সরকারের পক্ষ থেকে দেয়া ১০০ বান্ডিল টিন দিয়ে ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামত প্রায় শেষের দিকে। প্রতিটি বাড়ীতেই এখন লোকজন বসবাস করছেন। ৩ দিন আগেই রেডক্রিসেন্ট এর দেয়া ৪ টি তাবু গুটিয়ে নেয়া হয়েছে। আর ৩ দিন (শুক্রবার থেকে) ধরে ক্ষতিগ্রস্তরা নিজ বাড়ীতে চুলায় রান্না করে সপরিবারে বাড়ীতে বসে খাবার খাচ্ছেন। এখন তারা অনেকটাই তৃপ্ত বলে জানালেন ননী গোপাল (৫৬)। তিনি বলেন, হামলায় হামার যে ক্ষতি হচিলো। সরকার আর অন্যান্যরা হামাক নগদ ট্যাকা, খাবার, কাপড়-চোপড় দিয়া সাহায্য করছে। হামরা একন ভালো আচি। তার মতই অনুভুতি ব্যক্ত করলেন সুবর্ন চন্দ্র, শহিবা রানী, অর্জুন চন্দ্র, রমেন, নিখিল চন্দ্র। তারা বলেন, হামার মনোত যে ভয় হচিলো। তাতে মনে হচিল, হামরা আর এটি থাকপ্যার পাবালই (পারবো না)! একন আর সমেস্যা নাই। ক্ষতিগ্রস্তদের সুত্রে জানা গেছে, তারা অনেক সাহায্য পেয়েছেন। আরি সাহায্য অব্যাহত রয়েছে। এরমধ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশন নগদ ৩১ লক্ষ টাকা, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ১১ লক্ষ টাকা, স্থানীয় সাংসদ স্পীকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকে ৩ লক্ষ টাকা এবং ১০০ বান্ডিল টিন, নারায়নগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান নারায়নগঞ্জ থেকে ৫০ লক্ষ টাকার চেক, ধর্ম মন্ত্রনালয় থেকে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১০ হাজার করে টাকাসহ অনেকেই সহযোগিতা করেছেন। গত ১৭ অক্টোবর ( রবিবার) রাতে ওই পাড়ায় সাম্প্রদায়িক হামলার শিকার হয় পুতুলের পরিবার। তার মতো আরও ২৪ টি পরিবারের বাড়ী ঘরে হামলা, লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। আতংকিত লোকজন প্রাণ ভয়ে বাড়ীঘর ছেড়ে আশপাশের জঙ্গল, ধানের জমিতে আশ্রয় নেন। এ সময় উগ্রবাদীদের পেট্রোলে দিয়ে জ্বালানো আগুনে ৩১ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ২ টি গরুও পুড়ে মারা যায়। ভাংচুর ও লুটপাট করা হয় প্রায় অর্ধ শত বাড়ীতে। এদিন কথা হয় মাঝিপাড়ার ননী গোপালের সাথে। তিনি বলেন, ৪ দিন পর বাড়ীর চুলাত রান্না করা ভাত খাচি। ভবেশের স্ত্রী কনক মালা বলেন, হামার বাড়ীত হামলার পর সরকারী ও বেসরকারিভাবে রান্না করা খাবার খাচি। ৪ দিন পর শুক্রবার বাড়ীর চুলায় ভাত আন্দি (রান্না) খাচি। তার মতো অনেকের মুখে হাসির ঝিলিক দেখা গেছে। ওসি সরেস চন্দ্র বলেন, হামলার শিকার পরিবারগুলোতে ভয়, শংকা নেই। ধীরে ধীরে আতংক কাটছে। তারা স্বাভাবিক হচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় বলেন, হামলায় ক্ষতিগ্রস্তদের বাড়ীঘর নতুন করে নির্মান করছি। আবার কোনটা মেরামত করছি। ক্ষতিগ্রস্তরা যেভাবে চাইছেন, সেভাবেই ঘর করে দেয়া হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com