দিনাজপুর ফুলবাড়ী থেকে বজ্রকথা প্রতিনিধি মোঃ আশরাফুল আলম ।-দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি অফিস থেকে প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ মৌসুমে আমন প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়েছে।
উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার মোট ৩০০ জন কৃষকের মাঝে প্রতিজন কৃষক কে ৫ কেজি করে বীজ ধান, ১০ কেজি এমওপি ১০ কেজি ডিওপি সার দেওয়া হয়।
সম্প্রতি বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস থেকে এই প্রণোদনা বিতরণ করা হয়। প্রনোদনা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসহাক আলী।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমান।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকবৃন্দ ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply