রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু কন্যা তরুন প্রজন্মদের আলোর পথ দেখাতে চায় -হুইপ ইকবালুর রহিম এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি মাদকের হাতছানি থেকে রক্ষা পেতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার বিকল্প নাই উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুন প্রজন্মদের আলোর পথ দেখাতে চায়। সেই আলোর পথেই ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। বিগত সরকারের আমলে ক্রীড়াঙ্গন তলিয়ে গিয়েছিল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গন বিশ্বের দরবারের মাথা উচু করে দাড়িয়েছে।

২২ সেপ্টেম্বর শুক্রবার দিনাজপুর জিমন্যাসিয়াম প্রাঙ্গনে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের আয়োজনে শেখ রাসেল এ্যাডভান্স লেভেল রোলার স্কেটিং ও রোল বল প্রশিক্ষণ কর্মসুচী-২০২৩ (দিনাজপুর জেলা) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারন সম্পাদক আহমেদ আসিবুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথিবাংলাদেশ সরকারের উপসচিব স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক মোখলেসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকারে, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডম শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী। সঞ্চালনে ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের উপস্থাপক (সংবাদ পাঠক) মুনিরা শাহনাজ চৌধুরী।
এর আগে রোলার স্কেটিং প্রশিক্ষণার্থী ও নৃত্য শিল্পিদের মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। উল্লেখ, কর্মসুচী আগামী ২৮ সেপ্টেম্বর দিনাজপুর জেলার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com