পীরগঞ্জ,(রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে উপজেলার ১৪নং চতরা ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ৭ জুলাই ২০২৫, সন্ধ্যায় চতরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন স্থলে এসে শেষ হয়। পরে সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক মোঃ অধ্যাপক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান সেলিম এবং সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুজ্জামান শাহিন।
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মোঃ শাহজালাল সরকার এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা ওলামা দলের সদস্য সচিব মোঃ সেলিম মন্ডল। বক্তারা বলেন, বিএনপির আদর্শ বাস্তবায়নে ওলামা দলের ভূমিকা অনস্বীকার্য। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের ধর্মপ্রাণ জনগণকে সংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধারে ওলামা দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সম্মেলনে ওলামা দল ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক,মহিলা দল, মৎস্যজীবী দল,শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
Leave a Reply