প্রেস বিজ্ঞপ্তি
ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা ও চাঁদপুরে মসজিদের ইমামকে কুপিয়ে জখমের তীব্র নিন্দা জানিয়েছে ‘বাসদ (মার্কসবাদী)’
সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমঅবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ ‘বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’-এর কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড মাসুদ রানা এক বিবৃতিতে বলেন, “গত ৯ এপ্রিল, ২০২৫ তারিখে ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে খুন করে যুবদলের নেতাকর্মীরা। এর একটি ভিডিও গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভিডিওটি দেখে কোন সুস্থ মানুষের পক্ষে স্বাভাবিক থাকা অসম্ভব। আমরা অবিলম্বে ঘটনার সাথে যুক্ত সকল দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি করছি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এ ধরনের নির্মম সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণ কোনভাবেই সহ্য করবে না।
গতকাল দুপুরে চাঁদপুর সদর উপজেলার একটি মসজিদে নামাজের পর ইমাম সাহেবকে মসজিদের ভেতরেই কুপিয়ে জখম করা হয়। নবী রাসুলের অবমাননা করেছেন অভিযোগে এই ঘটনা ঘটায় স্থানীয় এক যুবক। এই ধরনের ঘটনাও দিন দিন বাড়ছে। পূর্বে মাজার ভাঙা, শাতিমে রাসুল আখ্যা দিয়ে প্রকাশ্যে মৃত্যুদণ্ড ঘোষণা করা- এসকল বিষয়ে সরকার কোন পদক্ষেপ নেয়নি৷ এর ফলে এই ঘটনাগুলো বাড়ছে এবং এখন সীমা ছাড়িয়েছে।
এছাড়াও সারাদেশে খুন-জখম বেড়েছে আশঙ্কাজনক হারে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে। এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং সরকারের পক্ষ থেকে অবিলম্বে পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছি।”
Leave a Reply