মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

বিরামপুরে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন ও অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ১৪১ বার পঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় গতকাল বুধবার সকাল ১১টায় দিওড় ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত করোনা ভাইরাস প্রতিরোধে গরীব ও অসহায়দের মাঝে প্রধান মন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়। বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়নে প্রতি ইউনিয়নে ৭০০জন ও পৌরসভায় ৪০০ জন মোট অত্র উপজেলায় ৫৩০০জন উপকারভোগী প্রতি জনকে নগদ ৫শত টাকা (জিআর) করে পাবেন বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী। ইতিপূর্বে যাহার ভিজিএফ চাল পেয়েছেন তারা এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন না বলে জানান প্রকল্প কর্মকর্তা। উক্ত বিতরণ অনুষ্ঠানে দিওড় ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমানের সভাপত্তি¡তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব শিবলী সাদিক, বিশেষ অতিথি হিসেবে বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জনাব খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, বিরামপুর পৌরসভার মেয়র জনাব মোঃ আক্কাস আলী, বিরামপুর থানা ওসি (তদন্ত) মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল আলম, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহীনুর আলম, সাধারণ সম্পাদক মশিহুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com