শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন

বিরামপুরে খানপুর ইউপির বাজেট ঘোষণা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ১৩৭ বার পঠিত

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের বিরামপুর উপজেলার ৩ নং খানপুর ইউনিয়ন পরিষদের গতকাল মঙ্গলবার ২০২১-২০২২ অর্থবছরের ১ কোটি ৬৬ লাখ ৮৭ হাজার ৯১৬ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। সকালে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী। এসময় ইউনিয়ন পরিষদের সচিব মো. মোস্তফা জামান, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সুমিত শীলসহ ইউপি সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী জানান, মোট রাজস্ব আয় হয়েছে ১২ লাখ ৫৭ হাজার টাকা এরমধ্যে ব্যয় হয়েছে ১১ লাখ ৫২ হাজার টাকা উদ্বৃত্ত রয়েছে ১ লাখ ৫ হাজার টাকা, উন্নয়ন খাতে আয় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৩০ হাজার ৯১৬ টাকা এরমধ্যে ব্যয় হয়েছে ১ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ৯১৬ টাকা উদ্বৃত্ত রয়েছে ৫০ হাজার টাকা এবং সর্বমোট প্রাপ্তি হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৮৭ হাজার ৯১৬ টাকা এরমধ্যে ব্যয় হয়েছে ১ কোটি ৬৫ লাখ ৩২ হাজার ৯১৬ টাকা উদ্বৃত্ত রয়েছে ১ লাখ ৫ হাজার টাকা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি। তিনি আছেন বলেই বাজেট পেয়ে এলাকার উন্নয়নে সামিল হতে পারছি। যতদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সাথে আছেন, ততদিন উন্নয়নের প্লাবনে ভাসবে সোনার বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com