বিরামপুর দিনাজপুর থেকে বজ্রকথা প্রতিনিধি আবু সাঈদ।-বাগানে ছাগল ঢুকানো নিষেধ করায়, কথা কাটাকাটি এক পর্যায়ে গভীর রাতের আঁধারে দল বদ্ধ ভাবে এসে ৩০০ অধিক সবরি কলার গাছের কাঁদি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।
(২৬ জুন) বৃহস্পতিবার দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের রতনপুর গ্রামে এই ঘটনা ঘটে এবিষয়ে থানায় লিখিত অভিযোগ হয়েছে। বাগান মালিক ঐ গ্রামের আব্দুল লতিফের ছেলে শাহিনুর ইসলাম বাদী হয়ে অভিযোগ করে।
অভিযোগ সুত্রে জানা যায়, শাহিনুরের কাছে কিছু দিন আগে প্রতিবেশী আজিজার রহমানের ছেলে ও মোছাঃ ইয়ানুরের ইয়ানুরের ভাই সাকায়াদ হোসেন আমাকে বলে কিছু টাকা না দিলে কলা পাবি না, বুধবার ইয়ানুরের ছাগল বাগানে ঢুকে ছোট গাছ গুলো খাচ্ছিল এই কথা বললে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গভীর রাতে অন্ধকারে এসে আমার বাগানের ৩ শ অধিক সবরি কলার কাঁদি কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা এতে ১ লক্ষ ৪৪ হাজার টাকার ক্ষতি হয়েছে।
বাগান মালিক শাহিনুর ইসলাম জানান, আমার ৫০ শতক লিজকৃত জমিতে উপজেলা কৃষি অফিসের প্রদর্শনী সবরি কলা বাগানের মোট ৫৪০টি লাগাই এর মধ্যে মধ্যে ৩০০ এর অধিক সবরি কলা গাছের শুধুমাত্র কলার কাদি গুলো কর্তন করে নষ্ট করেছে এতে আমার ১ লক্ষ্য ৪৪ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হক জানান, ৩ শ অধিক কলার কাঁদি কেটে নষ্ট করার অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন গত ব্যাবস্থা নেয়া হবে।
Leave a Reply