সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন

‎বিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০ বার পঠিত
বিরামপুর (দিনাজপুর) বজ্রকথা প্রতিনিধি মোঃ আবু সাঈদ।-‎দিনাজপুর জেলার বিরামপুরে লোক দেখানো কর্মসূচি দিয়ে স্বল্প পরিসরে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। ‎সারাদেশে ব‍্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে বিশ্ব শিক্ষক দিবস পালিত হলেও, ভিন্ন চিত্র দেখা গেছে বিরামপুর উপজেলায়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন শিক্ষক জানান, বিরামপুর উপজেলায় একাধিক শিক্ষক সংগঠন থাকায় শিক্ষক নেতাদের অভ‍্যন্তরীণ দন্দ্বের কারণে এবারে নামেই বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এছাড়া প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সরাসরি সংশ্লিষ্টতায় বিরামপুরে শিক্ষকদের মাঝে দন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। সরকারি এমপিও ভূক্ত শিক্ষকদের রাজনীতির উর্ধ্বে থেকে শিক্ষকতার মতো মহান পেশায় আত্মনিয়োগ করা জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন দল নিরপেক্ষ শিক্ষকেরা। শিক্ষার মান উন্নয়নে সরকারি ও এমপিও ভূক্ত শিক্ষকদের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা বন্ধের জন্য সরকারের নিকট দাবী জানান সিনিয়র শিক্ষকেরা।
‎উপজেলা অডিটোরিয়ামে রবিবার (৫ অক্টোবর) বেলা ১২ টায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অল্প সংখ্যক শিক্ষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় অনেক চেয়ার ছিলো খালি। ব‍্যানারে র‍্যালীর বিষয়টি লেখা থাকলেও বৃষ্টির কারণে র‍্যালী করা সম্ভব হয়নি বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
‎বিরামপুর উপজেলায় আন্তর্জাতিক ও জাতীয় দিবসগুলোতে স্থানীয় সাংবাদিকদের সংবাদ সংগ্রহের জন্য আমন্ত্রণ জানানো হলেও বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে স্থানীয় কোন সাংবাদিক বা সাংবাদিক সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়নি। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকেরা। তারা জানিয়েছেন, বিশ্ব শিক্ষক দিবসে তড়িঘড়ি করে নামমাত্র কর্মসূচি পালন করে পক্ষান্তরে দিবসটিকে অপমান করা হয়েছে। এছাড়া গণমাধ্যম কর্মীদের দূরে রেখে দিবস পালনের বিষয়টিও রহস্য জনক।
‎এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল জানান, শিক্ষক সংগঠনগুলোর মাঝে সমন্বয়ের অভাবে স্থানীয় সাংবাদিকদের তারা আমন্ত্রণ জানাতে পারেননি। আগামীতে যাতে সবাইকে নিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়, সে বিষয়ে খেয়াল রাখা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com