খায়রুন নাহার বহ্নি।- বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউপির দক্ষিণ প্রাণনগরে শনিবার বিকাল চারটায় বে-সরকারী খাতে বাংলাদেশে প্রথম পবেষণা ভিত্তিক বীজ উৎপাদন কারী প্রতিষ্ঠান লাল তীর সীডের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। লাল তীর সীডের বীরগঞ্জ উপজেলার ডিলার ও রাশেদ এগ্রোর প্রোঃ মোঃ রাশেদুন নবী বাবুর সভাপতিত্বে মরিচ সুপার উৎপাদনে সফল কৃষক আলহাজ্ব মোঃ আব্দুল হাকিম উদ্দিনের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু রেজা মোঃ আসাদুজ্জামান , কৃষি অফিসার বীরগঞ্জ, দিনাজপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. ইসরাত হোসেন জেনারেল ম্যানেজার হেড অব মার্কেটিং,কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম ডিভিশনাল ম্যানেজার রংপুর, মোঃ মেহেদী হাসান খান ম্যানেজার পিডিএস রংপুর, মোঃ মেহেদী হাসান রিজিওনাল ম্যানেজার দিনাজপুর ,বীরগঞ্জ সরকারী কলেজের প্রভাষক মোঃ নজরুল ইসলাম খান প্রমুখ। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সুপার মরিচ চাষের মাঠ প্রদর্শন করে সন্তোষ প্রকাশ করে কৃষিবিদ ড. ইসরাত হোসেন কৃষকদের উদ্যোশে বলেন,বাংলাদেশের প্রিয় কৃষক ভাইয়েরা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছেন আর এই কৃষক ভাইদেরকে লাল তীর সীড দীর্ঘাদিন গুনগতমান নিশ্চিতকরে তাদের হাতে উন্নতমানের সীড পৌছেদিয়ে আছসে যা ফলপ্রসূতিতে দক্ষিণ প্রাণনগর এলাকার মরিচ সুপার চাষকরে সফলতার যে মুখ দেখছে তার উজ্জল দৃস্টান্ত স্থাপন করেছেন অত্র এলাকার কৃষক ভাইরা। অনুষ্ঠান শেষে সফল সুপার মরিচ চাষি আলহাজ্ব মোঃ আব্দুল হাকিম উদ্দিনের সফলতার স্বীকৃতি স্বরুপ সম্মাননা উপহার তুলে দেন কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, ডিভিশনাল ম্যানেজার, রংপুর । উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে অত্র এলাকার কৃষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply