বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

মাত্র ১৫ টাকার ফি পরিশোধে ব্যার্থ হওয়ায় জীবন দিতে হলো

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৪৩২ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধা সদর হাসপাতালে মাত্র ১৫ টাকার ভর্তি ফি পরিশোধে ব্যার্থ হওয়ায়, জন্মদাতা পিতার সামনে জীবন দিতে হইলো এক অবুঝ শিশুকে।
ঘটনার সুত্রপাতঃ গাইবান্ধা পুরাতন বাদিয়াখালি রোডে বাচ্চাটি রাস্তা পারাপারের সময় সিএনজির সাথে এক্সিডেন্ট করে গুরুতর আহত হয়।
পরবর্তীতে বাচ্চাটিকে রক্তাক্ত অবস্থায় অটো রিক্সায় করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে আসেন বাবা।
বাচ্চাটিকে হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হইলে মারাত্মক শ্বাসকষ্ট দেখা দেয়। বাচ্চার শ্বাসকষ্ট দেখে বাবা হাসপাতালে ছোটাছুটি করেন অক্সিজেন সরবরাহের জন্য।
গাইবান্ধা সরকারি হাসপাতালের একজন কর্মচারীকে অক্সিজেন দিতে বললে, সেই কর্মচারী ১৫ টাকার ভর্তি ফি দাবি করে। তাছাড়া অক্সিজেন দেয়া যাবে না বলে সাফ জানিয়ে দেয়।
পরবর্তীতে শিশুটির বাবা সেই কর্মচারীকে বলে, আংকেল আমি তো খালি গায়ে আসছি শুধু একটা ট্রাউজার পরে। আমি তো সঙ্গে টাকা নিয়ে আসি নাই। আপনি অক্সিজেন দেন। আমার ভাই টাকা আনতেছে। কিন্তু হাজারো অনুরোধ করার পরেও সেই কর্মচারী কোন মতেই টাকা ছাড়া অক্সিজেন দিতে রাজি হয়নি ।
শিশুটির বাবা এবং সেই কর্মচারীর মধ্যে ১৫ টাকা মূল্য পরিশোধে বাকবিতন্ডার এক পর্যায়, নিষ্পাপ মাসুম বাচ্চাটি অক্সিজেনের অভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি দেখা দরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com