বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

মার্চে পীরগঞ্জে জাতীয় দিবস সমুহ পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১০৮ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে মার্চে জাতীয় দিবস সমুহ পালনের লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত  হয়েছে।
১১ মার্চ/২৪খ্রি: সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এদিন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দিবস, জাতির পিতার জন্মদিন জাতীয় শিশু দিবস, গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভায় কর্মসুচী গ্রহন করা হয়। সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান।

সভায় দিবসগুলো পালনের গুরুত্বকে সামনে রেখে বক্তব্য রাখেন, সাপ্তাহিক বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা, অনলাইন নিউজ পোর্টাল জাগো বাহে ২৪.কম এর চেয়ারম্যান আকতারুজ্জামান রানা,বীর মুক্তিযোদ্ধা   ফজলার রহমান প্রমূখ।
এবছর উল্লেখিত দিবসগুলো পবিত্র রমজান মাসের মধ্যে পড়ায় খানিকটা সংক্ষিপ্ত আকারে পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এবার ১৫ মার্চ ভোক্তা অধীকার দিবসের কর্মসূচীতে রয়েছে র‌্যালী ও আলোচনা সভা। ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের কর্মসূচীতে রাখা হয়েছে ১৪ মার্চে শিশুদেরজন্য প্রতিযোগীতা মূলক অনুষ্ঠান, ১৭ মার্চ জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার ম্যুরালে পুস্পস্তবক অর্পন, শিশুদের নিয়ে কেক কাটা,আলোচনা,সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৫মার্চ গণহত্যা দিবসের কর্মসূচীতে রাখা হয়েছে আলোচনা সভা,২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচীতে রাখা হয়েছে তোপধ্বণী, শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন, বাসা-বাড়ী, অফিসে জাতীয় পতাকা উত্তোলন, পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুজকাওয়াজ, খেলাধুলা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সকল মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রাথর্ণা।
উল্লেখ্য এবার রমজান মাসের মধ্যে স্বাধীনতা দিবস আসায় শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শনের কর্মসূচী স্থগিত করা
এদিন সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ ফজলার রহমান, বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক শাহীন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেজবাহুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দুলাল চৌধুরী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাংবাদিক আমিনুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শীলা আক্তার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবলু মিয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার,বিভিন্ন দফতরের প্রধানগনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রধান শিক্ষকগণ,রাজনীতিক ও সুধীবৃন্দ।

শেষে সভার সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে উল্লেখিত তারিখ ও দিনের সকল কর্মসূচীতে সর্বস্তরের মানুষের অংশগ্রহন ও উপস্থিতি কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com