সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

মুজিববর্ষ উপলক্ষ্যে রংপুরে প্রমিলা প্রীতি ফুটবল প্রতিযোগিতা

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৩৬৩ বার পঠিত

রংপুর প্রতিবেদক।- রংপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে প্রমিলা প্রীতি ফুটবল প্রতিযোগিতা হয়েছে। রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে নগরীর হাজীরহাটস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এ প্রতিযোগিতায় রংপুর জেলা প্রমিলা একাদশ ও লালমনিরহাট জেলা প্রমিলা একাদশ অংশ নেয়। খেলায় রংপুর একাদশ লালমনিরহাট একাদশকে ৫-০ গোলে পরাজিত করে।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাজিরা বানু’র সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আনোয়ারা বেগম। বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মেরিনা লাভলী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক লতিফা শওকত, ক্রীড়া সংগঠক কোহিনূর হোরায়রা, জান্নাতুল ফেরদৌসী, ফারহানা আজমল, নাসরীন নাহার, মুক্তারী হোসেন, লালমনিরহাট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম, রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। শেষে বিজয়ী ও বিজিত দলের প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com