শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন

রংপুরের সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক এর মতবিনিময়

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৩৬ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।-রংপুরের নবাগত জেলা প্রশাসক জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেছেন, আগের কার্যক্রম যেভাবে চলছে বর্তমানে সেভাবেই চলবে। আগের চেয়ে কার্যক্রম কিভাবে এগিয়ে যাবে সেদিকে বেশি করে নজর দেয়া হবে। এসময় তিনি প্রশাসনের সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে রংপুরের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
৫ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সাংবাদিকসহ নাগরিকদের পরামর্শে জেলার সমস্যাগুলো চিহ্নিত করে নিরসন, সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর উদ্যোগ এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে জেলার ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতির বিকাশে সংকটগুলো সমাধানে সবার সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিলুফা সুলতানা, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী, এডবিøউএম রায়হান শাহ, ফিরুজুল আলম, শাহনাজ পারভীন, রংপুর প্রেসক্লাবের সভাপতি ও আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান হাবু, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সিনিয়র সাংবাদিক মাহবুবুল ইসলাম, জাভেদ ইকবাল, মেরিনা লাভলী, সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরী, সম্পাদক হুমায়ন কবির মানিক, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু,বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, টিসিএ সভাপতি শাহনেওয়াজ জনি, সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন প্রমুখ।
এছাড়াও রংপুর প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, রংপুর সাংবাদিক ইউনিয়ন, টিসিএসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য ও প্রিন্ট,অনলাইন ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com