বজ্রকথা প্রতিবেদক।– ১৫ মে/২৫ খ্রি: বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুরের ভিআইপি হাউজে অঞ্জলিকা সাহিত্য পত্রের উদ্যোগে কবিতা সন্ধ্যান আয়োজন করা হয়। বিশিষ্ঠ কবি ও অঞ্জলিকা পরিবারের সভাপতি কবি দিলরুবা শাহাদত এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কবিতা সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ বেতার এর আঞ্চলিক পরিচালক জনাব আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অঞ্জলিকার পৃষ্টপোষক বিশিষ্ঠ সমাজসেবী, শিল্পপতি ভিআইপি শাহাদৎ হোসেন, অধ্যাপক শাহ আলম, সমাজ কল্যাণ কলেজের অধ্যক্ষ মোঃ রিয়াজ , ইউসেফ এর মোঃ সোলায়মান।
রংপুরের সিনিয়র সাংবাদিক অঞ্জলিকা পরিবারের সম্পাদক মাহবুব আলম এর সঞ্চালনায় এতে স্বরচিত কবিতা পাঠ করেন, কবি হাই হাফিজ,কবি জাকির আহমেদ, কবি শোয়েব দুলাল, কবি ড. নাসিমা বেগম, রাজু আহমেদ, কবি সাহিদা মিলকি প্রমূখ।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশ বেতার রংপুরের বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী রওশন আরা সোহেলী, গীতিকবি সুলতান আহমেদ সোনা।
Leave a Reply